এক্সপ্লোর
এবার কঙ্গনা ‘রানি লক্ষ্ণীবাঈ’

মুম্বই: বাস্তব জীবনে বহু লড়াই করেছেন বলিউডের এইমুহূর্তের একনম্বর অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার কঙ্গনা রিল লাইফেও এক লড়াকু মহিলার চরিত্রে অভিনয় করতে চলেছেন। কেতন মেহতা পরিচালিত ছবি ‘রানি লক্ষ্ণীবাঈ’-তে লক্ষ্ণীবাঈয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন। ১৮৫৭ সালে সিপাই বিদ্রোহের সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে ছিলেন ঝাঁসির রানি। এই ঐতিহাসিক চরিত্রেই এবার অভিনয় করবেন কঙ্গনা। ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের জন্যে কঙ্গনাকে ঘোড়ায় চড়া ও তরোয়াল নিয়ে লড়াই শিখতে হবে, জানিয়েছেন পরিচালক। প্রসঙ্গত ‘কুইন’-এর নায়িকার সঙ্গে কাজ করতে পেরে ভীষণই খুশি পরিচালক। এই ছবির প্রি-প্রোডাকশনের সমস্ত কাজ শেষ। এরআগে কেতন-এর যে ছবি সকলের মনে দাগ কেটেছিল তারমধ্যে রয়েছে ‘মাঁঝি-দ্য মাউন্টেন ম্যান’। সম্প্রতি মেহতা ‘জিল ফর ইউনিটি’ নামের একটি ছবিতে ১২জন পরিচালকের সঙ্গে কাজ করলেন। ছবিতে ছ জন ভারতীয় ও ছ জন পাকিস্তানি পরিচালক কাজ করলেন। তাঁদের মূল লক্ষ্যই হল ভারত-পাকিস্তানের মধ্যে সমস্ত বিভেদ মুছে আবার এই দুই প্রতিবেশী রাষ্ট্রকে এক করা। কেতন যে ছোট ছবিটি এখানে পরিচালনা করলেন তারক নাম ‘তবা তেক সিংহ’। এখানে পঙ্কজ কপূর এবং বিনয় পাঠক একসঙ্গে অভিনয় করেছেন। কেতনের দাবি পঙ্কজ ও বিনয় এটা হচ্ছে একটা মারাত্মক জুটি, যার ফল ছবিতেই দেখা যাবে। পঞ্জাবে প্রচন্ড গরমে এই ছবির শ্যুট হলেও, কেতন ছবিতে কাজ করে খুশি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















