Vijay Raghavendra Wife Died: বিনোদন দুনিয়ায় শোকের ছায়া! হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত অভিনেতা-পত্নী
Spandana Raghavendra: ব্যাঙ্ককে পরিবারের সঙ্গে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর স্ত্রীয়ের। সূত্রের খবর, কেনাকাটা করতে গিয়েই অসুস্থ বোধ করেন তিনি।
নয়াদিল্লি: বিনোদন জগতে (Entertainment Industry) শোকের ছায়া। প্রয়াত কন্নড় অভিনেতা (Kannad Actor) বিজয় রাঘবেন্দ্রর (Vijay Raghavendra) স্ত্রী স্পন্দনা রাঘবেন্দ্র (Spandana Raghavendra Death)। তারকা পত্নীর আকস্মিক মৃত্যুতে সকলেই স্তম্ভিত। জানা গেছে, পরিবারের সঙ্গে ব্যাঙ্ককে (Bangkok) থাকাকালীন হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৪১-এর কাছাকাছি।
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতার স্ত্রী
ব্যাঙ্ককে পরিবারের সঙ্গে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর স্ত্রীয়ের। সূত্রের খবর, তিনি কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সেই সময়েই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে তাঁর এবং বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নি।
সূত্রের আরও খবর, স্পন্দনার নিম্ন রক্তচাপ হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। তাঁর মৃত্যুর খবর যে শুধু পরিবার পরিজনকেই ধাক্কা দিয়েছে তাইই নয়, বিনোদন দুনিয়াতেও ফেলেছে শোকের ছায়া।
২০০৭ সালের ২৬ অগাস্ট বিয়ে করেন বিজয় রাঘবেন্দ্র ও স্পন্দনা। তাঁদের দুই সন্তান রয়েছে। এক ছেলে, নাম শৌর্য্য ও এক মেয়ে রয়েছে। তাঁদের ষোড়শ বিবাহবার্ষিকী আসতে আর মাত্র দিন ১৯ মতো বাকি ছিল। তার আগেই এই দুর্ঘটনা ঘটল। স্বভাবতই ভেঙে পড়েছে তাঁর গোটা পরিবার।
স্পন্দনা হচ্ছেন অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বি. কে. শিবারামের কন্যা। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের প্রতিভা দেখিয়েছেন। ২০১৬ সালের ছবি 'অপূর্বা'য় তাঁকে অতিথি শিল্পী হিসেবে দেখা যায়।
অভিনেতা পত্নীর মরদেহ বেঙ্গালুরুতে নিয়ে আসার কথা, সেই সময়ের প্রয়োজনীয় রীতিনীতি মেনে প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে খবর। একইসঙ্গে, সাম্প্রতিককালে হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক তারকার মৃত্যুর খবর বাড়াচ্ছে চিন্তা। এমন দুর্ঘটনার সাম্প্রতিক উদাহরণ দক্ষিণী তারকা পুণীত রাজকুমারের মৃত্যুও।
প্রসঙ্গত, ২৯ অক্টোবর, ২০২১ সালে, হৃদরোগে আক্রান্ত হয়েই আকস্মিক মৃত্যুর খবর মেলে কন্নড় তারকা পুণীত রাজকুমারের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। সকালের দিকে বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুরু করে দেওয়া হয় চিকিৎসাও। কিন্তু সবরকমের চেষ্টা ব্যর্থ করেই জীবনযুদ্ধের লড়াই থামে অভিনেতার। তাঁর মৃত্যুতে দুঃখে ভেঙে পড়ে গোটা ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীরাও। ফের একই ধরনের ঘটনায় চিন্তা বাড়ছে সকলেরই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন