DA Hike : জানুয়ারিতেই ফের বাড়বে মহার্ঘ ভাতা ? কত টাকা বাড়বে কার !
Dearness Allowance: জানুয়ারিতেই (New Year 2025) ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা (DA Hike) । সেই ক্ষেত্রে কোন সরকারি কর্মীর কত টাকা (Money) বাড়বে জেনে নিন।
Dearness Allowance: সরকারি কর্মী (Government Employees) , পেনশনারদের (Pension) জন্য সুখবর। বছরের শুরুটাই হতে পারে লক্ষ্মীলাভ দিয়ে। সূত্রের খবর, ২০২৫ সালের জানুয়ারিতেই (New Year 2025) ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা (DA Hike) । সেই ক্ষেত্রে কোন সরকারি কর্মীর কত টাকা (Money) বাড়বে জেনে নিন।
কীসের ভিত্তিতে এই খবর
জানুয়ারি আসতে চলেছে। নতুন করে মূল্যবৃদ্ধির থেকে সরকারি কর্মীদের রেহাই দিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার। সেই ক্ষেত্রে All India Consumer Price Index (AICPI)-এর ওপর ভিত্তি করে এই টাকা বাড়ানো হতে পারে। দেশের মূল্যবৃদ্ধির সূচক হিসাবে ধরা হয় এই সূচককে। বছর শেষ হতেই হাতে আসবে এই সূচকের তথ্য়। যার ওপর ভিত্তি করে মহার্ঘ ভাতা বাড়ানো হবে।
কীভাবে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়
দেশে প্রতি ৬ মাস অন্তর এই (AICPI) সূচকের তথ্য় দেখে সরকার। এই মূল্যবৃদ্ধি তথ্যের ওপরই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার জানুয়ারি থেকে জুন ও জুলাই থেকে ডিসেম্বরের তথ্য়ের গড় মূল্যবৃদ্ধি দেখে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।
এর অক্টোবরে কত শতাংশ ডিএ বেড়েছে
অক্টোবর মাসেই মোদি সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরই সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয় ৫৩ শতাংশ। যার ফলে উপকৃত হন এক কোটিরও বেশি সরকারি কর্মী ও পেনশনহোল্ডাররা। গত জানুয়ারিতে সরকার ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল। এরপর সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাউয়েন্স বেড়ে হয়েছিল ৫০ শতাংশ।
জানুয়ারিতে কত শতাংশ ডিএ বাড়তে পারে
মনে করা হচ্ছে, এবার মোদি সরকার মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করে ৩ শতাংশ ডিএ বাড়াতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে ৫৬ শতাংশ। অক্টোবরেই AICPI সূচক বেড়ে ১৪৪.৫ শতাংশ পৌঁছে গিয়েছিল। এই বৃদ্ধি হলে সরাসরি বেতন বাড়বে সরকারি কর্মী ও পেনশনারদের। সেই ক্ষেত্রে কত টাকা বাড়বে এদের ?
কে কত টাকা বেশি পাবে
উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কারও যদি ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা হয় তাহলে তিনি অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন। একইভাবে কারও যদি বেতন ২ লাখ ৫০ হাজার টাকা হয়, তিনি ৭৫০০ টাকা বেশি পাবেন। পেনশনারদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ ২৭০ থেকে ৩৭৫০ টাকা হতে পারে।
আগামী বছরেই কী অষ্টম বেতন কমিশন
বহুদিন ধরে এই আলোচনা হয়ে আসছে সরকারি দফতরে। যদিও অষ্টম বেতন কমিশন এখনই হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে মোদি সরকার। কদিন আগেই সংসদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খুলেছেন। যেখানে তিনি বলছেন , এখন এরকম কোনও প্রস্তাবের পরিকল্পনা নেই সরকারের।
Mutual Fund : SIP-করে ক্ষতি ! এই ৩৪টি মিউচুয়াল ফান্ড ক্ষতি করে দিয়েছে বিনিয়োগকারীদের