West Bengal News Live: উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ল পর্যটকদের গাড়ি, মৃত্যু মা ও মেয়ের
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা। চাঁদপাড়া থেকে গ্রেফতার বেহালার ট্রাভেল এজেন্সির মালিক মনোজ গুপ্ত। আগেই গ্রেফতার সংস্থার কর্মী দীপঙ্কর দাস।
বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট! তৃণমূলের কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট, দাবি পুলিশের।
উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে পাসপোর্ট জালিয়াতি-চক্র। বারাসাত, মধ্যমগ্রামের ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার। বারাসাত থেকে জাল নথি জোগাড় করেছিল পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিও।
বাংলাদেশ থেকে বাড়ছে মানব পাচার। নদিয়ায় সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে। এবিপি আনন্দের অন্তর্তদন্তে পর্দাফাঁস।
নদিয়ায় একের পর এক বাংলাদেশি গ্রেফতার। চিন্তা বাড়াচ্ছে হাঁসখালি ও ধানতলার কাঁটাতারহীন ৮ কিলোমিটার। রাজ্য সরকারের কারণেই কাটছে না জমি জট। অভিযোগ বিজেপির।
অসমে ধৃত ABT জঙ্গি শাহিনুর ইসলামেরও বাংলা-যোগ? উদ্ধার ৪ বছর আগে পশ্চিমবঙ্গ থেকে ধৃত JMB জঙ্গি নাজিবুল্লা হাক্কানির লেখা বই। মাদ্রাসার আড়ালে চলত মগজধোলাই?
ফের পাকিস্তান থেকে বাংলাদেশে এল জাহাজ। করাচি থেকে এসেছে বিস্ফোরক বোঝাই কন্টেনার। এক্স হ্যান্ডল পোস্টে দাবি আওয়ামি লিগের।
ইউনূসের বাংলাদেশে ফের নারকীয় অত্যাচার! নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণ, বিষ খাইয়ে খুন! অভিযুক্ত সেই জামাত বাহিনী। এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য!
বাড়ি থেকে ডেকে পাঠিয়ে হিনদুু মহিলার উপরে অকথ্য অত্যাচার। গণধর্ষণের কথা স্বীকার বাংলাদেশ পুলিশের। কিন্তু কোথায় গ্রেফতারি? শুধু একজন আটক।!
ফের বাজির বলি। চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু। হাসপাতালে কারখানার মালিকও।
ওড়িশা থেকে ঝাড়গ্রাম-পুরুলিয়া ঘুরে অবশেষে বাঁকুড়ায় বাঘিনী। দুপুরের পর রাতেও ছোড়া হল ঘুমপাড়ানি গুলি। যদিও বাঘিনী বাগে এসেছে কিনা, ধন্ধে বন দফতর।
কাজাখস্তানের পর দক্ষিণ কোরিয়া। ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। মুয়ান বিমানবন্দরে মাটি ছোঁয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা, আগুন। বাড়ছে মৃতের সংখ্যা।
WB News Live Updates: লোকসভা ভোট মিটে যাওয়ার প্রায় ৮ মাস পর, সন্দেশখালিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
লোকসভা ভোট মিটে যাওয়ার প্রায় ৮ মাস পর, সন্দেশখালিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
West Bengal News Live: নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে গ্রেফতারি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে গ্রেফতারি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।
ওড়িশা পুলিশকে না জানিয়েই বালাসোর থেকে ২ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা। ধৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে FIR করা হয়েছে বলেও জানালেন বিরোধী দলনেতা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে রবিবার নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন অখিল গিরি।
WB News Live Updates: জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ!
জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! সম্প্রতি এই অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে মালদার বাসিন্দা এক ব্য়ক্তিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫ হাজার টাকা। পুলিশ সূত্রে দাবি, এই জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে। চক্রের নেপথ্য়ে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।
West Bengal News Live: উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ল পর্যটকদের গাড়ি, মৃত্যু মা ও মেয়ের
উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
লামাটেনে খাদে পড়ল পর্যটকদের গাড়ি, মৃত্যু মা ও মেয়ের
উত্তর সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিউ ব্যারাকপুরের বাসিন্দা মা ও মেয়ের মৃত্যু
খাদে গাড়ি পড়ে মৃত ২, আহত ৪
WB News Live Updates: জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! এবিপি আনন্দ-র অন্তর্তদন্তে জাল নোট পাচারের পর্দাফাঁস
জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! এবিপি আনন্দ-র অন্তর্তদন্তে জাল নোট পাচারের পর্দাফাঁস