এক্সপ্লোর
Advertisement
সেটে অপেক্ষায় অজয় দেবগণ, হোটেলে ঘুমিয়ে কাদা কপিল শর্মা
মুম্বই: সুনীল গ্রোভারের সঙ্গে প্রকাশ্যে ঝঞ্ঝাটের পর থেকেই তারকা কমেডিয়ান কপিল শর্মার অ্যাটিটিউড নিয়ে একগাদা প্রশ্ন উঠেছে। শো-তে তিনি দেরিতে তো আসেন অবশ্যই, সঙ্গে করে নিয়ে আসেন গুচ্ছ ট্যানট্রাম। ফলে টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো-য়ের টিআরপি কমছে। তবে এবারে কপিল যা করলেন, তাতে সংশ্লিষ্ট চ্যানেলের পুরনো এপিসোডের রিপিট টেলিকাস্ট করা ছাড়া আর উপায় নেই।
শুনুন কী হয়েছে। এই রবিবার বাদশাহ ছবির টিম কপিলের জন্য সেটে বসে থেকে থেকে ফিরে যায়। তাতে ছিলেন অজয় দেবগণ, ইমরান হাসমি, এশা গুপ্ত ও ইলিয়ানা ডি ক্রুজ। কপিলকে ডেকে ডেকে সারা মেলেনি, তিনি নাকি হোটেলের ঘরে বেহুঁশ হয়ে ঘুমোচ্ছিলেন।
ফলে পরদিন সানি দেওল ও ববি দেওলেন তাঁদের পোস্টার বয়েজ ছবি নিয়ে শো-তে আসার কথা থাকলেও আসেননি তাঁরা। ভয় পেয়েছেন, তাঁদের সঙ্গেও একই ব্যবহার করা হবে। এই পোস্টার বয়েজ আবার ওই চ্যানেলেরই প্রোডাকশন ফলে বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে চ্যানেলের ভেতরে।
কিন্তু কপিল শর্মার হলটা কী যে তিনি অজয় দেবগণের মত তারকাকে এভাবে চটাতে সাহস পেলেন। জানা যাচ্ছে, মদ্যপান ও গভীর রাত পর্যন্ত পার্টি করা কপিলের পুরনো অভ্যেস। ফলে শারীরিক কারণে তিনি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না। সেটে এলেও অনেক সময় ঝিমিয়ে থাকেন বা বদমেজাজি হয়ে ওঠেন। সুনীল গ্রোভারের সঙ্গেও তাঁর ঝামেলার পিছনে এই মদের নেশা ছিল বলে শোনা যাচ্ছে।
আর এই প্রথম তিনি যে শ্যুটিং বাতিল করলেন তাও নয়। শাহরুখ খান-অনুষ্কা শর্মার সঙ্গে জয় হ্যারি মেট সেজাল নিয়ে শ্যুটিংও বাতিল করতে হয় তাঁর জন্য। মুবারকন ও গেস্ট অফ লন্ডন টিমের সঙ্গেও একই কাণ্ড হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement