Kapil Sharma’s Daughter: ড্রাম বাজাচ্ছে একরত্তি মেয়ে, ভিডিও শেয়ার কপিল শর্মার
২০১৯ সালে জন্ম হয় কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনির কন্যা সন্তান অনার্যার। গত বছর তাঁরা দ্বিতীয়বার বাবা-মা হন। ২০২১-এ জন্ম হয় তাঁদের পুত্র সন্তান তৃষানের।
মুম্বই: বলিউডের অভিনেতা কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma) সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে তাঁর দু বছরের কন্য়া সন্তানের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ড্রাম বাজানোর চেষ্টা করছে তাঁর একরত্তি সন্তান। শুধু তাই নয়, নিজে বাজানোর পর বাবাকেও আদো আদো গলায় সে বলছে 'পাপা আপ বাজাও'। কপিল শর্মার পোস্ট করা ভিডিও দেখে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা।
২০১৯ সালে জন্ম হয় কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনির কন্যা সন্তান অনার্যার। গত বছর তাঁরা দ্বিতীয়বার বাবা-মা হন। ২০২১-এ জন্ম হয় তাঁদের পুত্র সন্তান তৃষানের। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের মিষ্টি ভিডিও শেয়ার করেছেন কপিল শর্মা। দু বছরের অনার্যা স্টিক হাতে ড্রাম বাজানোর চেষ্টা করছে। কয়েকবার বাজানোর পরই সে তার বাবার কাছে আবদার করে বলছে, 'বাবা এবার তুমি বাজাও'। কপিল শর্মার পোস্ট করা ভিডিওতে ভালোবাসা প্রকাশ করেছেন নেটিজেনরা। ভিডিও শেয়ার করে কমেডিয়ান লিখেছেন, 'লাইক ফাদার লাইক ডটার'।
আরও পড়ুন - Dhinchak Pooja: নতুন গান নিয়ে হাজির ঢিনচ্যাক পূজা, হেসে খুন নেটিজেনরা
প্রসঙ্গত, ছোট পর্দা, বড় পর্দায় কমেডি করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে কমেডি করতে আসছেন কপিল শর্মা। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে কপিল শর্মার স্ট্যান্ড আপ স্পেশাল 'আই অ্যাম নট ডান ইয়েট'। ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করা নিয়ে খুবই উচ্ছ্বসিত তারকা। জানা যাচ্ছে, আগামী ২৮ জানুয়ারি দেখা যাবে এই শো। কপিল শর্মার মতো তাঁর অনুরাগী এবং নেট নাগরিকরাও কৌতুক অভিনেতার নতুন শো দেখতে একই রকম উচ্ছ্বসিত। তো বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট দেখেই। ওটিটি প্ল্যাটফর্মের স্পেশাল শোয়ের প্রোমোশন করতে এসে কপিল শর্মা জানান, তিনি যখন তাঁর স্ত্রী গিনিকে বিয়ের প্রস্তাব দেন, তিনি নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন। আর অভিনেতার এমন বক্তব্যে হাসতে হাসতে পেটে খিল ধরেছে অনুরাগীদের। স্পেশাল শোয়ে তিনি কী কী মজাদার কাণ্ড কারখানা করেন, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।