RG Kar News: আরজি কর কাণ্ডের ১০০ দিন; সাইকেল ব়্যালি, মানববন্ধন শহরে, বিচার চেয়ে জ্বলল ১০০ মোমবাতি
RG Kar Case Update: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর ১০০ দিন পেরতে চলল।
কলকাতা: আর জি কর-কাণ্ডের ১০০ দিন পার। বিচারের দাবিতে, বিটি রোডে মশাল নিয়ে হল সাইকেল ব়্যালি। মশাল মিছিলের সূচনা করেন চিকিৎসক তরুণীর মা-বাবা। ধর্মতলা, শ্য়ামবাজারে ১০০ সেকেন্ড নীরবতা পালন, ১০০ মোমবাতি জ্বেলে চলল প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন। এরইমধ্য়ে একাধিক কর্মসূচি নিয়ে জুনিয়র ডাক্তারদের আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর ১০০ দিন পেরতে চলল। এবার বিচারের দাবিতে, অভয়া মঞ্চের ডাকে বিটি রোডে হল সাইকেল ব়্যালি। রবিবার, আর জি করের নিহত তরুণীর মা-বাবা সোদপুর থেকে মশাল মিছিলের সূচনা করেন। মশাল নিয়ে সাইকেল মিছিল রওনা হয় শ্য়ামবাজারের উদ্দেশে। সিঁথির মোড়ে গানে গানে জানানো হয় প্রতিবাদ। মিছিল এসে মেশে শ্য়ামবাজারে। সেখানে দ্রোহের কর্মসূচির ডাক দেয় অভয়া মঞ্চ। বিচারের দাবিতে ১০০ মোমবাতি জ্বেলে। ১০০ সেকেন্ড নীরবতা পালন করা হয়। ধর্মতলাতেও বিচারের দাবিতে জ্বালানো হয় ১০০ মোমবাতি। ১০০ সেকেন্ড নীরবতা পালন করা হয়। অভয়া মঞ্চের ডাকে, সল্টলেক সিটি সেন্টারেও ১০০ কন্ঠে প্রতিবাদের ডাক দেওয়া হয়। আন্দোলনকারী এক চিকিৎসক বলেন, "বিচারহীন ১০০ দিন। আমরা অভয়ার মা-বাবার হাতে মশাল দিয়ে এসেছিলাম। যে আপনারা এটা রাখুন। আমরা রাস্তায় আছি। আজ তাঁদের হাত থেকে আমরা মশালটা নিয়ে এলাম।''
একদিকে যখন দ্রোহের কর্মসূচি, ১০০তম দিনে বিচারের দাবিতে মশাল নিয়ে হল সাইকেল মিছিল। সেদিনই জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সাংসদ আমি সরকারের কাছে আবেদন করবো হাসপাতালে সব লাইভ স্টিমিং করুন৷ কোন ডাক্তার কি কাজ করছে না করছে পেশেন্টদের কি চিকিৎসা করছে সব আমরা যাতে দেখতে পাই। সব যেনো পেশেন্ট পাটি দেখতে পায়৷ নিজেরা হাসপাতালে কাজ করবে না, বড় বড় নার্সিংহোমে পাঠিয়ে দেবে। কিন্তু কোন সিনিয়র ডাক্তার এই পথে যান নি। তারা জানেন মানুষের পরিষেবা তাদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলে মেয়ে বিপ্লব আরম্ভ করল। সব বন্ধ করে দেব। বাংলাদেশে হয়েছিল না, ভাবলো ১৪ দিন এরমভাবে নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই ভাবলো ১৪ তলায় উঠে সরকার গঠন করে দেবে হয় নাকি এসব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Howrah Fire: হাওড়ার ফোরশোর রোডে বিয়েবাড়ির প্যান্ডেলে আগুন