Ramp Debut: র্যাম্প-ওয়াকে ডেবিউ করলেন দুই তারকা সন্তান, আনায়রা ও লক্ষ্য
Ramp Walk Debut: র্যাম্প-ওয়াকে ডেবিউ করল দুই তারকা সন্তান। মেয়ে আনায়রার হাত ধরে র্যাম্পে হাঁটলেন কপিল শর্মা। খুদে লক্ষ্যকে কোলে নিয়ে র্যাম্পে হাঁটলেন ভারতী সিংহ।
নয়াদিল্লি: র্যাম্প-ওয়াকে ডেবিউ (Ramp Walk Debut) করল দুই তারকা সন্তান (star kid)। মাতৃদিবসে একদিকে মেয়ে আনায়রার (Anayra) হাত ধরে র্যাম্পে হাঁটলেন কপিল শর্মা (Kapil Sharma)। অন্যদিকে খুদে লক্ষ্যকে (Laksh) কোলে নিয়ে র্যাম্পে হাঁটলেন ভারতী সিংহ (Bharti Singh), সঙ্গে ছিলেন কৃষ্ণা অভিষেক।
র্যাম্পে ডেবিউ করল আনায়রা ও লক্ষ্য
মাতৃদিবসে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন কমেডিয়ান কপিল শর্মা। দেখা গেল কালো পোশাকে কপিল শর্মার সঙ্গে মিষ্টি কালো গাউনে তাঁর হাত ধরে হেঁটে আসছে পুঁচকে আনায়রা। ক্যাপশনে লেখেন, 'বেটি ফ্যাশন শো! একটা আন্দোলন এবং একটা উদ্যোগ মেয়েদের পড়াশোনার সহায়তার জন্য। এই দুর্দান্ত কারণের অংশ হতে সর্বদা আনন্দিত।' সুন্দর গাউন ধরে হেঁটে এসে দর্শকের উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দিতেও দেখা গেল আমায়রাকে। বাবাকে খুব সুন্দর অনুসরণ করে খুদে।
View this post on Instagram
অন্যদিকে র্যাম্পে হাঁটলেন ভারতী সিংহ। হাত ধরলেন কৃষ্ণা অভিষেকের। তাঁর কোলেই ছিল ছোট্ট লক্ষ্য। কালো পোশাকে দেখা গেল কৃষ্ণাকে। ভারতীর পরনে ছিল নীল ও কালো গাউন। তাঁর সঙ্গে রং মিলিয়ে শেরওয়ানি পরেছিলেন একরত্তি লক্ষ্য।
View this post on Instagram
সম্প্রতি, 'দ্য কপিল শর্মা শো'-এর একটি পর্বের সময়, কপিল শেয়ার করেন যে তাঁর মেয়ে আনায়রা কার্তিকের একজন বড় ভক্ত এবং কীভাবে সে একবার সুপারস্টারের সঙ্গে দেখা করার জেদ ধরে। ভিডিও কলে আমায়রার সঙ্গে কথা বলে কার্তিক তার মনোবাঞ্ছা পূরণ করেন। অন্যদিকে ছেলে হওয়ার পর ভারতীও একাধিক ভিডিও ও ছবি পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা শুভেচ্ছাও জানাতে থাকেন।
আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার
মুম্বইয়ে অনু রঞ্জন তাঁর বার্ষিক 'বেটি ফ্যাশন ফান্ড রেইজর শো' করেন রবিবার। সেখানেই এসেছিলেন আদিত্য শীল, অনুষ্কা রঞ্জন, আকাঙ্ক্ষা রঞ্জন, অপারশক্তি খুরানা, নিয়া শর্মা প্রমুখ।