Yodha Update: 'যোদ্ধা' ছবির প্রধান দুই মহিলা চরিত্রে অভিনয় করবেন কারা? নাম ঘোষণা কর্ণ জোহরের
Yodha Update: কিছুদিন আগে এক পোস্টে কর্ণ জোহর জানান, ধর্ম প্রোডাকশনের এটিই প্রথম 'অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি'র ছবি। 'যোদ্ধা' ছবির পরিচালনার দায়িত্বে সাগর অম্বর ও পুষ্কর ওঝা। অভিনয়ে সিদ্ধার্থ মলহোত্র।

নয়াদিল্লি: 'শেরশাহ' অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর (Sidharth Malhotra) আগামী ছবি ধর্ম প্রোডাকশনের (Dharma Productions) ব্যানারে। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিনেতা জানান তাঁর আগামী ছবি 'যোদ্ধা' (Yodha)।
আজই নিজের সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করে ছবিতে সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে প্রধান চরিত্রে কোন দু'জন অভিনেত্রী থাকবেন তাঁদের নাম ঘোষণা করেন কর্ণ জোহর (Karan Johar)। 'যোদ্ধা' ছবিতে দেখা যাবে - দিশা পটানি ও রাশি খান্নাকে (Disha Patani and Raashii Khanna)। সোশ্যাল মিডিয়ায় দুই প্রধান অভিনেত্রীকে স্বাগত জানিয়ে কর্ণ লেখেন, "যোদ্ধা"র অসাধারণ এবং ব্যতিক্রমী প্রতিভাবান মহিলা চরিত্ররা এসে গেছেন! স্বাগত জানাচ্ছি দিশা পাটানিকে, সঙ্গে রাশি খান্না। আপনার কাছের প্রেক্ষাগৃহে "যোদ্ধা" দেখা যাবে ১১ নভেম্বর, ২০২২।'
View this post on Instagram
'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির পরিচালক গত মাসে 'যোদ্ধা' ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন। সিদ্ধার্থকে সেখানে 'রাফ অ্যান্ড টাফ' অবতারে দেখা যায়।
View this post on Instagram
কিছুদিন আগে আরও এক পোস্টে কর্ণ জোহর জানান, ধর্ম প্রোডাকশনের এটিই প্রথম 'অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি'র ছবি। 'যোদ্ধা' ছবির পরিচালনার দায়িত্বে সাগর অম্বর ও পুষ্কর ওঝা (Sagar Ambre & Pushkar Ojha)।
আরও পড়ুন: Runaway 34: খাবারে কামড় দিয়ে শ্যুটিং 'র্যাপ'-এর ঘোষণা অজয় দেবগণের, ভাইরাল ভিডিও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
