এক্সপ্লোর
Advertisement
স্বজনপোষণ প্রসঙ্গে আইফা মঞ্চে কঙ্গনা সম্পর্কে ওভাবে বলা উচিত্ হয়নি, আমি দুঃখিত: কর্ণ
মুম্বই: কঙ্গনা রানাউতের কর্ণ জোহরকে নিয়ে করা 'স্বজনপোষণ' বিতর্ক শেষ হয়েও শেষ হচ্ছে না। প্রসঙ্গত, এই বিতর্ককে প্রতিদিনই নানা জায়গায় উত্থাপন করে নিজেই যেন 'স্বজনপোষণ' নামের ব্যাধিকে আরও তরতাজা করছেন কর্ণ। সম্প্রতি, তিনি, বরুণ ধওয়ান এবং সেফ আলি খানকে সঙ্গে নিয়ে এই প্রসঙ্গের উল্লেখ করে আইফা মঞ্চে কঙ্গনাকে নিয়ে মারাত্মক ঠাট্টা তামাশা করেন। সেই তামাশার জবাব কঙ্গনা দেওয়ার আগেই ক্ষোভে ফেটে পড়েন টুইটারাইটরা।
নেটিজেনদের ক্ষোভের সামনে এবার কার্যত অসহায় বলিউডের তারকা অভিনেতা থেকে শুরু করে পরিচালক-প্রযোজক। সেইজন্যেই হয়তো বিন্দুমাত্র সময় নষ্ট না করে, 'নেপোটিজম রকস' এবং সেই নিয়ে করা সমস্ত ঠাট্টা তামাশার জন্যে আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন বরুণ। এবার নিজেদের আচরণের জন্যে দুঃখপ্রকাশ করলেন কর্ণ।
এরপর তিনি একথাও বলেন, আইফা-র মঞ্চে স্বজনপোষণ নিয়ে করা পুরো তামাশাটাই তাঁর মস্তিষ্কপ্রসূত। নিজের ভুল শুধরে নিয়ে কর্ণ এক সাক্ষাত্কারে বলেছেন প্রতিভাই শেষ কথা, এবং সেই প্রতিভার জোড়েই মানুষ সাফল্যের শিখরে পৌঁছন।
এছাড়া বিষয়টাকে নিয়ে তিনি আর আলোচনা করবেন না বলেও নিজেকে নিজে প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের পর থেকে স্বজনপোষণ বিতর্ককে কার্যত 'ক্লোজ চ্যাপ্টার' করে দিলেন কর্ণ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement