Samik Bhattacharya: 'তৃণমূল আলু, পটলের মতো চাকরি বিক্রি করে দিয়েছে', আক্রমণ শমীকের
ABP Ananda Live: 'জনগণের একটি প্রতিষ্ঠিত মানুষের দরবারে যে মেধা প্রতারিত হয়েছে। তৃণমূল আলু, পটলের মতো চাকরি বিক্রি করে দিয়েছে। শিক্ষকের চাকরি যারা পেয়েছে, ছাত্র প্রশ্ন জিজ্ঞাসা করলে শিক্ষক ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা চাই মেধা মর্যদা পাক', মন্তব্য শমীকের।
বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন।
স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি।
মুসলমানদের সমস্যা হলেও এগিয়ে আসতাম একইভাবে। ১০টি এমন মামলায় লড়েছি, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মুসলমান ধর্মাবলম্বীরা। একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম। চাই সংহতি তুলে ধরতে। প্রতিক্রিয়া সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের।
ঘটনা হচ্ছে, যাতে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে না পারেন, তা নিশ্চিত করতে চট্টগ্রাম আদালতে একটা বড় অংশের আইনজীবীরাও সচেষ্ট। অভিযোগ, তাঁরা কোনওভাবেই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন আর্জির মামলাটি আদালতে উঠতেই দিচ্ছেন না। তাঁর হয়ে কাউকে সওয়াল করতে দিচ্ছেন না।