এক্সপ্লোর
Advertisement
শাহরুখের এই কথায় ভরসা করাটা ঠিক হবে না, অজানা কথা জানালেন কর্ণ জোহর
মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্ণ জোহরের সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্বের কথা কারুরই অজানা নয়। বলা হয়, শুধু অন স্ক্রিনেই নয়, অফ স্ক্রিনেও তাঁদের যুগলবন্দী অসাধারণ।
এছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রিতে গসিপ কিং হিসেবেও পরিচিত কর্ণ। ইন্ডাস্ট্রির বিভিন্ন গুঞ্জন সম্পর্কে জানা থাকে কর্ণের।View this post on Instagram
সম্প্রতি সেই কর্ণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে কর্ণকে ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামী তারকার অজানা তথ্য জানাতে শোনা যাচ্ছে। রণবীর ও করিনা ছাড়াও শাহরুখ খান সম্পর্কেও কিছু অজানা কথা জানিয়েছেন তিনি। কপিল শর্মার কমেডি শো-র এই ভিডিও। কর্ণকে করিনা সম্পর্কে অজানা কথা জানানোর কথা বলা হলে কর্ণ বলেন, শুধু করিনাই নন, তিনি রণবীর কপূর সম্পর্কেও কয়েকটি অজানা বিষয় জানাবেন। তিনি বলেন, রণবীর আর করিনা ফিল্ম ইন্ডাস্ট্রির গসিপ জুটি। তাঁদের কাছে ইন্ডাস্ট্রির সব গসিপ সম্পর্কেই খবর থাকে। কর্ণ জানিয়েছেন, আলিয়া কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির বুদ্ধিমান নায়িকাদের মধ্যে একজন, ও খুবই সমঝদার। শাহরুখ খানেরও অজানা দিক নিয়ে মুখ খুলেছেন কর্ণ। মজার ছলে তিনি বলেছেন, শাহরুখ যদি বলেন যে, ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি, তাহলে সেই কথায় ভরসা করা ঠিক হবে না। কারণ, এক ঘন্টা দূরে থাকলেও শাহরুখ বলবেন যে, ১০ মিনিট দূরে রয়েছেন। এছাড়াও কর্ণ শাহরুখ সম্পর্কে আরও একটা অজানা কথা জানিয়েছেন শাহরুখ। কর্ণ বলেছেন, বাথরুমে শাহরুখ করেনটা কী, তা আজ পর্যন্ত তিনি বা শাহরুখের স্ত্রী বা ছেলে-মেয়েরাও জানতে বুঝতে পারেননি। ঘন্টাচারেক বাথরুমেই কাটিয়ে দিতে পারেন শাহরুখ। কর্ণ বলেছেন, ‘সবাই একসঙ্গে বসে থাকলে শাহরুখ যদি বলেন যে, বাথরুম থেকে আসছি। তখন আমরা সবাই না বলি। কারণ, যদি ও যায় তাহলে ওর অপেক্ষায় ঘন্টাচারেক বসে থাকতে হবে’।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement