এক্সপ্লোর
এবার গানে কেরিয়ার গড়তে চান বিপাশার স্বামী কর্ণ

মুম্বই: টিভির পর্দায় তিনি পরিচিত মুখ। ছবিও করেছেন দুএকটি। বিপাশা বসুর স্বামী কর্ণ সিংহ গ্রোভার এবার চাইছেন গানের জগতে নাম করতে। নিজের অ্যালবামও বার করতে চলেছেন তিনি। কর্ণ জানিয়েছেন, বিপাশাই তাঁকে প্রেরণা জোগাচ্ছেন নিজস্ব মিউজিক কেরিয়ার শুরু করতে। তাঁর কথায়, তিনি গান ভালবাসেন ভীষণ। বিপাশার ভালবাসা তাঁকে গান লেখার প্রেরণা। কয়েকটি গানের ওপর তাই কাজ শুরু করেছেন তিনি। কয়েকটি গান ইতিমধ্যেই লেখা হয়ে গেছে কর্ণের, সুর দেওয়াও সারা। সফট রোম্যান্টিক থেকে রক মিউজিক- সব ধরনের গান লিখেছেন তিনি। শিগগিরই তিনি বার করবেন তাঁর নিজস্ব অ্যালবাম। এ বছরের প্রথমার্ধেই নিজের অ্যালবাম আনছেন কর্ণ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















