এক্সপ্লোর
Advertisement
করিনা কপূরের থেকে কোন শিক্ষা নিতে চান সারা আলি খান? বললেন নিজের মুখেই
করিনার থেকে 'প্রফেশনালিজম' শিখতে চান সারা! পড়াশোনায় মায়ের থেকে নাকি অনেক ভালো তিনি! সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে নিজের জীবন, ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করলেন 'সিম্বা' ছবির নায়িকা সারা আলি খান। ভাগ করে নিলেন মজার তথ্যও।
মুম্বই: করিনার থেকে 'প্রফেশনালিজম' শিখতে চান সারা! পড়াশোনায় মায়ের থেকে নাকি অনেক ভালো তিনি! সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে নিজের জীবন, ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করলেন 'সিম্বা' ছবির নায়িকা সারা আলি খান। ভাগ করে নিলেন মজার তথ্যও।
নতুন ছবি 'লাভ আজ কাল ২' নিয়ে কথা বলতে মায়ের সঙ্গে একটি টক শো-তে এসেছিলেন সারা আলি খান। উপস্থিত ছিলেন ছবির প্রযোজক দীনের বিজনও। সেখানেই মজার কিছু তথ্য ভাগ করে নিলেন সেফ কন্যা। পড়াশোনা নিয়ে কথা হলে সারা জানান, তাঁর বাবা সেফ আলি খান পড়াশোনা নিয়ে বেশ কড়া ছিলেন। আর মা অমৃতা সিংহ ছিলেন বেশ নম্র। তিনি কাজ শিখতে চাইতেন ও কাজের মধ্যে দিয়েই নিজেকে প্রমাণ করতে ভালোবাসতেন।
কাজের ক্ষেত্রে কথা বলতে গিয়ে সারা বলেন, নিজের ব্যক্তিগত জীবনের আগে সবসময় নিজের কাজকে অগ্রাধিকার দেন বলিউডের অন্যতম নায়িকা করিনা কপূর। তাঁর থেকে নাকি এমন 'প্রফেশনালিজম' শিখতে চান সারা। জানান, করিনা কপূর খানকে সম্মানের চোখে দেখেন তিনি।
মা অমৃতা কপূরকে একটি মজার তথ্য ফাঁস করেন সারা। জানান, অমৃতা নাকি ক্লাস টেনের অঙ্ক পরীক্ষায় কোনও প্রশ্নের উত্তর দেননি। কেবল খাতার শেষে লিখে এসেছিলেন, 'লাভ, অমৃত সিংহ'।
সারাকে নিয়ে প্রযোজক বলেন, তিনি নাকি বর্তমান নায়িকাদের সবচেয়ে বুদ্ধিমতী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement