Kareena Kapoor Khan: করোনায় আক্রান্ত করিনা কপূর খান ও অমৃতা অরোরা
করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।
মুম্বই: করোনায় (Covid19) আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও (Amrita Arora) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। টিনসেল টাউনের (Bollywood) দুই তারকাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে এরইমধ্যে। করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।
করিনা কপূর খান এবং অমৃতা অরোরা (Amrita Arora) বন্ধুত্বের কথা নতুন নয়। প্রায়ই তাঁদের নানা জায়গায় একসঙ্গে পার্টি করতে দেখা যায়। করোনায় আক্রান্ত হওয়ার আগেও দুই অভিনেত্রীকে মুম্বইয়ের (Mumbai) বেশ কিছু পার্টিতে দেখা গিয়েছিল। তাই দুই অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই তাঁদের সংস্পর্শে আসা অন্যান্যদেরও সাবধান করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
আরও পড়ুন - Sidharth Shukla Birthday: প্রিয় বন্ধু সিদ্ধার্থের জন্য বিশেষ প্রার্থনা বিদ্যুৎ জামওয়ালের
প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী করিনা কপূর খানকে (Kareena Kapoor Khan) খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের (Aamir Khan) বিপরীতে 'লাল সিং চাড্ডা' (Lal Singh Chadda) ছবিতে। জানা যাচ্ছে আগামী বছর পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবি। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ।
কিছুদিনের মধ্যেই বলিউডের বেশ কিছু তারকা করোনায় আক্রান্ত হয়। কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তিনি নিজেকে আইসোলেশনে রেখেছিলেন বলে জানিয়েছিলেন। তারই আগে এই মারণ রোগে আক্রান্ত হন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। আমেরিকা সফরের পরই তাঁর করোনার কিছু উপসর্গ দেখা দেয়। আর টেস্ট করাতেই রিপোর্ট পজেটিভ আসে বলে নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি সুস্থ হয়েছেন। গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন 'রানিং শাদি' অভিনেতা অমিত শাদও। উপসর্গ সামান্য থাকায় নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে নিজে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।