(Source: ECI/ABP News/ABP Majha)
Kareena Kapoor: করিনা-তব্বু-কৃতি এবার বিমানসেবিকা! নতুন গল্পে থাকছে কোন কোন চমক?
Crew First Look: এই ৩ নায়িকার পোশাক দেখেই স্পষ্ট. তাঁদের দেখা যাবে বিমানসেবিকার চরিত্রে। তবে সেটাই কি তাঁদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।
কলকাতা: লাল বিমানসেবিকার পোশাক করিনা কপূর খান (Kareena Kapoor Khan), কৃতি শ্যানন (Kriti Shanon) এবং তব্বু (Tabbu)। মুক্তি পেল নতুন ছবি 'ক্রু' (Crew) ছবির ৩ নায়িকার ফার্স্ট লুক (First Look)। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেদের লুক পোস্ট করেছেন তিন নায়িকাই। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কপূর ও রেহা কপূর। এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২২ মার্চ। এখন এই ছবিটি পিছিয়ে গিয়ে মুক্তি পাবে ২৯ মার্চ। এর আগে 'ভিরে দ্য ওয়েডিং' (Veere Di Wedding) ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। এটি একসঙ্গে তাঁদের দ্বিতীয় কাজ।
আজ সোশ্যাল মিডিয়ায় ৩ নায়িকা যে পোস্টার শেয়ার করে নিয়েছেন, সেখানে ক্যাপশানে তিনি লিখেছেন, 'আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে?' রক্তরাঙার সঙ্গে সাদা লেয়ারিং করে পোশাক, মাথায় বিমানসেবিকার বিশেষ টুপি, তিন নায়িকাকেই দুর্দান্ত দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকে লিখেছেন, 'অধীর অপেক্ষায় রয়েছি।' অনেকে আবার করিনা কপূরের পুরনো ছবির সংলাপ ধার করে লিখেছেন, 'তোমার এত সুন্দর লাগার কোনও অধিকারই নেই।
এই ছবিতে এই ৩ নায়িকা সহ থাকছেন দিলজিৎ দোসাঞ্জ ও বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে কপিল শর্মা (Kapil Sharma)-কে। এই ৩ নায়িকার পোশাক দেখেই স্পষ্ট. তাঁদের দেখা যাবে বিমানসেবিকার লুকে। তবে সেটাই কি তাঁদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।
এর আগে, বিয়ে নিয়ে একাধিকবার, বিভিন্ন সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন করিনা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'যখন বিয়ের সিদ্ধান্ত নিই, অনেকেই আমায় সতর্ক করেছিলেন, বিয়ের পরে নাকি কেরিয়ার শেষ হয়ে যাবে। সেইসময় আমি প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম সেফের। আমার মনে হয়েছিল, এটা যদি সমস্যা হয়, তাহলে ঠিক। আমার বিয়ে হয়ে গিয়েছে বলে পরিচালক-প্রযোজকেরা যদি আমায় কাজ দিতে না চান, তাহলে সেটা তাঁদের সমস্যা হতে পারে। আমার নয়। যদি আমি খারাপ ভাবি, সমস্যা হবে বলে পিছিয়ে আসি, তাহলে আমার সঙ্গে ঠিক সেগুলোই হতে থাকবে। কেরিয়ারের কথা ভেবে আমি কখনও বিয়ের সিদ্ধান্ত থেকে সরিনি।'
View this post on Instagram
আরও পড়ুন: 'Crakk' Review: বিদ্যুৎ জামওয়াল 'ক্র্যাক' ছবির প্রাণ, অ্যাকশন দৃশ্য কাড়বে নজর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।