এক্সপ্লোর
দিদি করিশ্মার সঙ্গে একসঙ্গে কাজ করতে চিত্রনাট্যের অপেক্ষায় করিনা
মেন্টালহুড-এর মাধ্যমে করিশ্মা দীর্ঘদিন পর অভিনয় জগতে ফিরলেন। করিনা মনে করছেন, করিশ্মার এই প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
![দিদি করিশ্মার সঙ্গে একসঙ্গে কাজ করতে চিত্রনাট্যের অপেক্ষায় করিনা Kareena Kapoor Looking For Right Script To Work With Sister Karisma Kapoor দিদি করিশ্মার সঙ্গে একসঙ্গে কাজ করতে চিত্রনাট্যের অপেক্ষায় করিনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/09231108/karisma-Kareena-site.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দিদি করিশ্মা কপূরের সঙ্গে সিনেমায় কাজ করতে চান বলিউড অভিনেত্রী করিনা কপূর খান। আর সেজন্য মানানসই চিত্রনাট্যের সন্ধানে রয়েছেন করিনা। করিশ্মার অভিষেক ওয়েব সিরিজ ‘মেন্টালহুড’-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে করিনা বলেছেন, আমরা সবসময়ই একসঙ্গে কাজ করতে চেয়েছি। কিন্তু আমরা সে ধরনের চিত্রনাট্য পাইনি। যা হোক কিছু একটা আমাদের পছন্দ নয়। কেউ ভালো চিত্রনাট্য নিয়ে এলে আমরা বিবেচনা করে দেখতে পারি।
মেন্টালহুড-এর মাধ্যমে করিশ্মা দীর্ঘদিন পর অভিনয় জগতে ফিরলেন। করিনা মনে করছেন, করিশ্মার এই প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
করিনা বলেছেন, আমার মনে হয়, সবাই লোলো (করিশ্মার ডাকনাম)-র জন্য উচ্ছ্বসিত। আমি মনে করি, অনুরাগী হিসেবে আমরা সবাই ওকে পর্দায় দেখার অপেক্ষায় ছিলাম। বেশ কয়েক বছর পর ও ফিরে আসুক, তা চাইছিলাম। তাই আমিও উত্তেজিত ও ওর মতোই কিছুটা চাপে পড়েছি। আমি জানি, ও চাপ বোধ করছে। মেন্টালহুড বর্তমানের প্রাসঙ্গিক বিষয়, বিশেষ করে মায়েদের জন্য।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)