এক্সপ্লোর
তৈমুরের প্রথম জন্মদিন কেমন ভাবে পালন করা হবে? পরিকল্পনা ফাঁস করলেন করিশমা
মুম্বই: ২০১৬ সালের ২০ ডিসেম্বর করিনা কপূর খান এবং সেফ আলি খানের সন্তান তৈমুরের জন্ম হয়। দেখতে দেখতে একবছর হতে চলল টিনসেল টাউনের ছোট্ট পুতুলটির। তবে জন্মের পর থেকেই মিডিয়ার নজর সবসময় পড়েছে তার ওপর। জন্মানোর কিছুক্ষণের মধ্যেই আলোচন শুরু হয় তাকে নিয়ে, নেপথ্যে তার নামকরণ। তারপর এই দীর্ঘ দশ মাস, কখন সে কোথায় গিয়েছে, কেমন প্রতিক্রিয়া দিয়েছে, কী পোশাক পরেছে, সবই থেকেছে মিডিয়ার নজরে।
এবার তার মাসি ফাঁস করলেন ছোট্ট মাঞ্চকিনের জন্মদিন কেমন ভাবে পালন করা হবে, সেই পরিকল্পনার কথা। সম্প্রতি বাচ্চাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন করিশমা। সেখানেই সাংবাদিকরা তাঁকে তাঁর বোনের ছেলের জন্মদিন সম্পর্কে জিজ্ঞেস করেন। করিশমার কথায়, তাঁদের জন্যে তৈমুরের জন্মদিনটা সত্যিই খুব স্পেশাল। সারা পরিবারের সমস্ত সদস্যরাই ওই দিনটার জন্যে উত্তেজিত। তবে পরিবারের বন্ধুদের সঙ্গে দিনটি পালন করা হবে, কোনও বড় পার্টি হবে না। আপাতত তেমনই ঠিক রয়েছে, জানিয়েছেন করিশমা।
আপাতত 'ভিরে দি ওয়েডিং'-এর শ্যুটে ব্যস্ত তৈমুরের মা। শোনা যাচ্ছে ছবি শেষে তিন মাস ছুটি নেবেন। সেই সময় হয়তো পুঁচকে তৈমুরকে নিয়ে বাইরে বেড়াতেও যেতে পারেন সেফ-করিনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement