সলমন-করিশ্মার কোন ছবির দৃশ্য এটি? মনে আছে?
বড় পর্দায় আর বিশেষ দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর। প্রায়শই তাঁকে নিজের নানা ছবি কিংবা ভিডিও এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায়।

মুম্বই: বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি সলমন খান (Salman Khan) এবং করিশ্মা কপূর (Karishma Kapoor)। একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন তাঁরা। দর্শকদের উপহার দিয়েছেন 'আন্দাজ আপনা আপনা', 'জিত', 'বিবি নম্বর ওয়ান', 'চল মেরে ভাই', 'দুলহন হম লে জায়েঙ্গে'-র মতো ছবিগুলি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করিশ্মা কপূর সলমন খানের সঙ্গে বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেছেন। আর করিশ্মা কপূরের পোস্ট করা সেই ছবি দেখে স্মৃতির পাতা উল্টেছেন অনুরাগীরা।
বড় পর্দায় আর বিশেষ দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর। প্রায়শই তাঁকে নিজের নানা ছবি কিংবা ভিডিও এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সলমন খানের সঙ্গে শ্যুটিং সেটের কয়েকটি পুরনো ছবি পোস্ট করেছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'রিল বনাম রিয়েলিটি। আন্দাজ করতে পারছেন এটা কোন গানের দৃশ্য?' করিশ্মা কপূরের পোস্ট করা এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। করিশ্মা কপূর এমন ছবি পোস্ট করার পরই অনুরাগীরা কমেন্টে উত্তর দিতে শুরু করেন। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন। আবার কেউ কেউ পারেননিও বটে।
আরও পড়ুন - Arpita Khan Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে কীভাবে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন সলমন খানের ভগ্নিপতী আয়ুষ?
পরিচালক ডেভিড ধবনের ছবি 'জুড়ুয়া'-র সেটের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছিলেন করিশ্মা কপূর। জনপ্রিয় কমেডি ড্রামা বক্স অফিসেও দারুণ হিট হয়। পরবর্তীকালে বরুণ ধবন, তাপসী পান্নু এবং জ্যাকলিন ফার্নান্ডেজ এই ছবির রিমেকে অভিনয় করেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় খেতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন করিশ্মা কপূর। ছবিতে রণধীর কপূর থেকে নীতু সিংহকে দেখা গিয়েছে। উপাদেয় জাপানি খাবার চেখে দেখতে সপরিবারে রেস্তোরাঁয় গিয়েছিলেন অভিনেত্রী।






















