'Freddy' Poster Out: নতুন পোস্টারে কায়নাজের সঙ্গে আলাপ করালেন 'ফ্রেডি' কার্তিক
'Freddy': নতুন পোস্টার আপাতদৃষ্টিতে রোম্যান্টিক বটে কিন্তু সাদা কালো অবয়বের অন্দরে রয়েছে বেশ ধূসর পরত, তা বলাই বাহুল্য। এখানেও কার্তিকের হাতে রক্তাক্ত গ্লাভস দেখা গেছে।
নয়াদিল্লি: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও আলায়া এফ (Alaya F) অভিনীত 'ফ্রেডি'র নতুন পোস্টার এল প্রকাশ্যে (Freddy New Poster Out)। প্রথম পোস্টারেই নজর কেড়েছিল এই ছবি। এখন সকলেই এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। আইএমডিবি-র (IMDb) তালিকাতেও 'মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিজ অ্যান্ড শোজ ইন ইন্ডিয়া'-এর (most anticipated movies and shows in India) তালিকায় শীর্ষে রয়েছে।
'ফ্রেডি'র নতুন পোস্টার প্রকাশ্যে
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম গান 'কালা জাদু'র টিজার। তবে পোস্টার হোক বা প্রথম গান, কোথাওই কার্তিক ছাড়া অভিনেত্রীকে দেখা যায়নি। এবারের পোস্টারেই প্রথম ঝলক মিলল আলায়া এফের। তাঁর চরিত্রের নাম কায়নাজ ওরফে 'ফ্রেডির অবসেশন'।
View this post on Instagram
নতুন পোস্টার আপাতদৃষ্টিতে রোম্যান্টিক বটে কিন্তু সাদা কালো অবয়বের অন্দরে রয়েছে বেশ ধূসর পরত, তা বলাই বাহুল্য। এখানেও কার্তিকের হাতে রক্তাক্ত গ্লাভস দেখা গেছে। দর্শক ইতিমধ্যে উত্তেজিত এটা দেখার জন্য যে ভালবাসা, বিয়ে, বিশ্বাসঘাতকতার জন্য এবং সর্বোপরি কায়নাজের জন্য কী কী করতে পারে ফ্রেডি। কার্তিক আরিয়ান ও আলায়া এফ অভিনীত এই ছবি ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে, 'ডিজনি প্লাস হটস্টার'-এ।
প্রসঙ্গত, কার্তিক আরিয়ান এখন বলিউডের হার্টথ্রব। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। এই বছরের প্রথম বলিউড ব্লকবাস্টার এসেছিল কার্তিক আরিয়ানের হাত ধরে। অন্যদিকে, আলায়া এফ প্রথম ছবি 'জওয়ানি জানেমন' ছবিতে তাঁর ক্ষমতা দেখিয়েছেন।
আরও পড়ুন: IIFA Rocks 2023: 'আইফা রকস ২০২৩'-এর সঞ্চালনায় পরিচালকদ্বয় কর্ণ-ফারহা
এছাড়া কার্তিক আরিয়ানকে এরপর দেখা যাবে 'শেহজাদা', 'আশিকি ৩' ও কবীর খানের নাম ঠিক না হওয়া ছবিতে। এছাড়া হংসল মেটার 'ক্যাপ্টেন ইন্ডিয়া'ও রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে আলায়া এফ অভিনীত অনুরাগ কাশ্যপের ছবি 'অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত' ছবির খুব শীঘ্রই প্রিমিয়ার হবে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।