IIFA Rocks 2023: 'আইফা রকস ২০২৩'-এর সঞ্চালনায় পরিচালকদ্বয় কর্ণ-ফারহা
IIFA Rocks: 'দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি' পড়ল দ্বিতীয় বর্ষে। আবু ধাবির ইয়াস আইল্যান্ডে ২০২৩ সালের ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এটি।
নয়াদিল্লি: 'আইফা রকস' (IIFA Rocks) ইভেন্টের সঞ্চালনায় দেখা যাবে চিত্র পরিচালক কর্ণ জোহর (Karan Johar) ও ফারহা খানকে (Farah Khan)। আগামী বছরের শুরুর দিকে আবু ধাবিতে (Abu Dhabi) আয়োজিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠানের।
কবে কোথায় অনুষ্ঠিত হবে 'আইফা রকস'?
'দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি' (The International Indian Film Academy Awards) পড়ল দ্বিতীয় বর্ষে। আবু ধাবির ইয়াস আইল্যান্ডে ২০২৩ সালের ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এটি।
এর 'আইফা রকস' হচ্ছে সুরের অনুষ্ঠান। গান, নাচ, ছবি, ফ্যাশনের সমন্বয়ে তৈরি হবে এক অদ্ভুত মিশেল। হাজির থাকবেন একগুচ্ছ বলি তারকা। তাঁদের মধ্যে অমিত ত্রিবেদী (Amit Trivedi), বাদশাহ (Baadshah), নিউক্লেয়া (Nucleya), সুনিধি চৌহান (Sunidhi Chauhan) অন্যতম।
কর্ণ জোহর জানিয়েছেন এইবারের 'আইফা রকস' সঞ্চালনা করতে পেরে তিনি উত্তেজিত। তিনি বলেন, 'গত দুই দশক ধরে আইফার সঙ্গে আমি একটা বিশেষ সম্পর্ক গড়ে তুলেছি। ফারহার সঙ্গে মঞ্চ মাতাতে বেশ খুশি হব।'
ফারহা খান, গত বছরের 'আইফা রকস' সঞ্চালনা করেছিলেন অভিনেতা অপারশক্তি খুরানার সঙ্গে। এই বছরও অনুষ্ঠানের সহ-সঞ্চালক হিসেবে থাকতে পেরে তিনি আনন্দিত। ফারহা বলেন, 'আমি ফিরব ফেব্রুয়ারিতে, ঠিক ৯ মাস পর, সন্তানকে ধারণ করতে আবার। আর সহ সঞ্চালক হিসেবে কর্ণের সঙ্গে কাজ করার মজাই আলাদা।'
'আইফা রকস ২০১৯'-এ পারফর্ম করেছিলেন সঙ্গীত পরিচালক ও গায়ক অমিত ত্রিবেদী। এবার ফের পারফর্ম করতে হবে জেনে খুবই উচ্ছ্বসিত তিনিও। তাঁর কথায়, 'আইফা শুধুমাত্র এমন একটি প্ল্যাটফর্ম নয় যেটি বলিউডের সেরা প্রতিভাকে অভিনন্দন জানায়, এটি আমাদের ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরে। এটাই সবাইকে বারবার এই পর্যায়ে আকৃষ্ট করে আনে।'
আরও পড়ুন: Aindrila Sharma Health Update: চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা? কেমন রয়েছেন এখন?
বলিউড তারকা সলমন থান, রণবীর সিংহ, বরুণ ধবন, কৃতী শ্যানন 'আইফা উইকেন্ড অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৩'-এ পারফর্ম করবেন। এছাড়া অভিষেক বচ্চন, ফারহান আখতার ও মনিশ পাল অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করবেন। এই বার্ষিক অনুষ্ঠানটি হচ্ছে 'ডিপার্টমেন্ট অফ কালচার অ্যান্ড ট্যুরিজম - আবু ধাবি' ও মিরালের সঙ্গে সহযোগিতায়। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে লাইভে টিকিট বিক্রি শুরু হবে।