Kartik Aaryan Upcoming Film: শুরু হল কার্তিক আরিয়ান অভিনীত 'শেহজাদা' ছবির শ্যুটিং
'শেহজাদা' একটি অ্যকশন-ড্রামা ঘরানার ছবি। জনপ্রিয় তেলেগু ছবি 'আলা বৈকুণ্ঠপুরমলু'-এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ছবিটি। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল অল্লু অর্জুন ও পূজা হেগড়েকে।
নয়াদিল্লি: এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। আপাতত তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ছবি। এরইমধ্যে অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে তাঁর আগামী ছবি 'শেহজাদা'-এর শ্যুটিং শুরু করলেন কার্তিক।
আজই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেতা। পিছন দিকে হাতে একটা ক্ল্যাপবোর্ড নিয়ে পোজ দিয়েছেন কার্তিক। ক্যাপশনে লেখেন, 'শেহজাদা শুরু'।
View this post on Instagram
'শেহজাদা' একটি অ্যকশন-ড্রামা ঘরানার ছবি। জনপ্রিয় তেলেগু ছবি 'আলা বৈকুণ্ঠপুরমলু'-এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ছবিটি। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল অল্লু অর্জুন ও পূজা হেগড়েকে। রোহিত ধবনের পরিচালনায় 'শেহজাদা' ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, মণীশা কৈরালা, রণিত রায়কেও। ২০২২ সালের ৪ নভেম্বরে 'শেহজাদা' ছবিটির মুক্তি পাওয়ার কথা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর অপর ছবি 'ধামাকা'-এর ট্রেলারও পোস্ট করেছিলেন অভিনেতা। শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আমি অর্জুন পাঠক। যা বলব সত্যিই বলব।'
View this post on Instagram
এছাড়াও 'সোনু কে টিটু কি স্যুইটি' খ্যাত অভিনেতাকে বহু প্রতীক্ষিত 'ভুল ভুলাইয়া ২' ছবিতেও দেখতে পাওয়া যাবে।