Kartik Aaryan: কার্তিক আরিয়ানের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে কোনও ধারণা আছে?
পেশাগত জীবনের বাইরে বিলাসবহুল লাইফস্টাইল রয়েছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)। বিলাসবহুল গাড়ি, বাড়ি রয়েছে তাঁর। পাশাপাশি নানা সময়ে এক্সটিক ভ্যাকেশনেও যেতে দেখা যায় তাঁকে।
মুম্বই: আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। আর মুক্তি পেতেই বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে। প্রথমদিনই ১৪ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। পাশাপাশি উৎসবের মরসুম ছাড়া মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথমদিনের ব্যবসায় শীর্ষে রয়েছে এই ছবি। বলিউডের একেবারে বাইরে থেকে এসে বলিউডে রাজত্ব করছেন কার্তিক আরিয়ান। বি টাউনে নেই তাঁর কোনও গডফাদার। বরং, দক্ষতার জোরে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন দর্শকদের। 'লুকা ছুপি', 'পেয়ার কা পঞ্চনামা', 'ধামাকা', 'সোনু কি টিটু কি সুইটি'র মতো ছবির পর 'ভুলভুলাইয়া টু' ছবির প্রথমদিনের দুর্দান্ত ব্যবসা নজর কাড়ছে। এ তো গেল অভিনেতার পেশাগত জীবনের দিক। কিন্তু কার্তিক আরিয়ানের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে কোনও ধারণা আছে?
কার্তিক আরিয়ানের লাইফস্টাইল-
জানা যায়, পেশাগত জীবনের বাইরে বিলাসবহুল লাইফস্টাইল রয়েছে কার্তিক আরিয়ানের। বিলাসবহুল গাড়ি, বাড়ি রয়েছে তাঁর। পাশাপাশি নানা সময়ে এক্সটিক ভ্যাকেশনেও যেতে দেখা যায় তাঁকে। বিভিন্ন সূত্রে খবর, মুম্বইয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক কার্তিক আরিয়ান। সেই বাড়িতেই আগে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন অভিনেতা। পরবর্তীকালে সেই বাড়িটিই ১.৬০ কোটি টাকা দিয়ে কিনে নেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন কার্তিক। বাড়ি ছাড়াও বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর। ল্যাম্বরঘিনি, বিএমডব্লিউ, পোর্সে এবং আরও বেশ কয়েকটি দামী গাড়ি রয়েছে অভিনেতার।
বিশ্বের নানা প্রান্তে বেড়াতে যেতে পছন্দ করেন কার্তিক আরিয়ান। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে তাঁর বিলাসবহুল ভ্যাকেশনের ছবি দেখা যাবে। এই মুহূর্তে বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে একজন কার্তিক আরিয়ান। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, আগামী ছবি 'শেহজাদা'র জন্য ২১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তারইসঙ্গে জানা যায়, বর্তমানে ভারতীয় মুদ্রায় ৩৯ কোটি টাকার মালিক কার্তিক।