এক্সপ্লোর
Advertisement
হিমালয়ের পথে ‘টাইটানিক’-এর ‘রোজ’কে চিনে নিয়েছিলেন এক বৃদ্ধ, কেঁদে ফেলেছিলেন কেট উইনস্লেট
হিমালয়ের পাকদণ্ডী পেয়ে নামছিলেন। পিঠে ব্যাকপ্যাক। এর সঙ্গে আর যাই হোক, ‘জ্যাকে’র প্রেয়সীর সঙ্গে মিল খুঁজে পাওয়া ভার। কিন্তু তবুও স্থানীয় এক বৃদ্ধ এগিয়ে এলেন। চিনে নিলেন ‘টাইটানিক’-এর ‘রোজ’-কে। সেই ঘটনার কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন হলিউড তারকা কেট উইনস্লেট।
লস অ্যাঞ্জেলেস: হিমালয়ের পাকদণ্ডী পেয়ে নামছিলেন। পিঠে ব্যাকপ্যাক। এর সঙ্গে আর যাই হোক, ‘জ্যাকে’র প্রেয়সীর সঙ্গে মিল খুঁজে পাওয়া ভার। কিন্তু তবুও স্থানীয় এক বৃদ্ধ এগিয়ে এলেন। চিনে নিলেন ‘টাইটানিক’-এর ‘রোজ’-কে। সেই ঘটনার কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন হলিউড তারকা কেট উইনস্লেট।
সারা বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ১৯৯৭-এর ‘টাইটানিক’ সিনেমা। এই সিনেমায় রোজ-এর ভূমিকায় কেটের অভিনয় সবার মন জয় করে নিয়েছিল। ওই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও (জ্যাক ডসন)।
পরে কেট ভারতে বেড়াতে এসেছিলেন। ৪৪ বছরের কেট জানিয়েছেন, তখন টাইটানিক-এর জনপ্রিয়তা সর্বত্র। সিনেমার মুক্তির কয়েক বছর পর ভারতে গিয়েছিলাম। হিমালয়ের পাকদণ্ডী বেয়ে হাঁটছিলাম। আমার পিঠে ব্যাকপ্য়াক। হাতে লাঠি ঠুকে এগিয়ে এলেন এক বৃদ্ধ..বয়স প্রায় ৮৫, এক চোখে ভালো করে দেখতেও পান না। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি..টাইটানিক। তিনি নিজের বুকে হাত রেখে বললেন, ধন্যবাদ। আর তা শুনে আমি কেঁদে ফেললাম। এর থেকে বুঝতে পারলাম যে, ওই সিনেমা এত মানুষকে কতটা মুগ্ধ করেছে।
একটি ম্যাগাজিনের সঙ্গে কথা বলতে গিয়ে কেট এই ঘটনার কথা জানিয়েছেন।
অভিনেত্রী বলেছেন, জেমস ক্যামেরন পরিচালিত ওই সিনেমা নিয়ে তিনি গর্বিত। কিন্তু এই সিনেমায় তাঁর বিপুল সাফল্য তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। কেট বলেছেন, তিনি সাধারণ একটা জীবন যাপন করছিলেন। হঠাত্ করে খ্যাতির ফলে সবাই তাঁকে আলাদা নজরে দেখতে শুরু করে, তাঁর সম্পর্কে আলোচনা হতে থাকে।
কেট বলেছেন, আসলে আর পাঁচজনের মতো আমিও একজন মানুষ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement