Katrina Kaif: '২০ বছর আমি ওঁর সঙ্গেই সবচেয়ে বেশ সময় কাটিয়েছি', ভিকি নয়, কার কথা বললেন ক্যাটরিনা?
Katrina Kaif News: সোশ্যাল মিডিয়ায় আজ এই ব্যক্তির সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তবে ক্যাপশানে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় সবটা।

কলকাতা: মিস্টার অশোক শর্মা (Mr. Ashok Sharma)। নাহ.. প্রচারের আলোয় তিনি আসেন না, তেমন পরিচিতও নন। তাহলে? ক্যাটরিনা কইফ (Katrian Kaif) এর তাঁকে নিয়ে লেখা লম্বা পোস্টে একরকম চমকেই গিয়েছিলেন সবাই। সোশ্যাল মিডিয়ায় আজ এই ব্যক্তির সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তবে ক্যাপশানে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় সবটা।
অশোক শর্মা ক্যাটরিনার ব্যক্তিগত সহকারী। তাঁকে নিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাটরিনা লেখেন, '২০ বছর চলে গিয়েছে। গত ২০ বছর ধরে এই মানুষটার সঙ্গেই আমি আমার জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। হাসি থেকে শুরু করে অনুপ্রেরণা দেওয়ার মতো আলোচনা.. এমনকি অনেক সময় আমার ভালোর জন্য আমার সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছেন। অথবা হঠাৎ হঠাৎ আমার মত পরিবর্তন করার জন্য আমায় বকাবকি পর্যন্ত করেছেন। সেটে যদি কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার আগে ওঁর চোখ দিয়ে জল পড়েছে। জীবনের সমস্ত ওঠাপড়ায় ওর বন্ধুত্বপূর্ণ ব্যবহার কোথাও, একদিনের জন্যও বদলায়নি। ২০ বছরে সবসময় আমার সঙ্গে একরকম থেকেছেন। আমার আগে উনি জানেন আমার কী প্রয়োজন। এমন করে আরও ২০ বছর কেটে যাক।'
অন্যদিকে, সদ্য ভিকির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন ক্যাটরিনা। দিনটা ছিল বিশ্ব চকোলেট দিবস। যেখানে গোটা দুনিয়া মেতেছে চকোলেট দিবস উদযাপনে, তখন ক্যাটরিনা শেয়ার করে নিয়েছিলেন, কেমন করে কাটে তাঁদের কফি-সকালগুলি! ক্যাটরিনা যে ছবি শেয়ার করেছিলেন, সেখানে ক্যাটরিনার দিকে তাকিয়ে হাসছেন ভিকি, আর ক্যাটরিনা মুখ লুকিয়েছেন স্বামীর মুখের আড়ালে। আরব সাগরের তীর এখন ভিক্যাটের সুখী সংসার। একদিকে যেমন ছবির কাজ চলছে, তেমনই ঠিক একসঙ্গে 'কোয়িলিটি টাইম' বের করে নেন বলিপাড়ার জনপ্রিয় এই জুটি। বিয়ের আগে থেকেই ভিকি জানিয়েছিলেন, ক্যাটরিনাকে তাঁর ভাল লাগে। ক্রাশ। কিন্তু তিনি যে বিয়ে করতে পারবেন সেই ক্রাশকেই, এটা যেন ভাবতেই পারেননি কেউ। একসঙ্গে করেননি কোনও ছবিও। ভিকি ক্যাটরিনার বিয়ের খবরে তাই অবাক হয়েছিলেন অনেকেই।
View this post on Instagram
আরও পড়ুন: Bengali Serial: 'বন্ধুত্বের একাল-সেকাল', ভুতু আর পটলকুমারকে একসঙ্গে দেখে অবাক অনুরাগীরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial






















