Celebrities Update: ভিকি কৌশলের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ছবি পোস্ট, জল্পনা বাড়ালেন ক্যাটরিনা?
বিয়ের গুঞ্জনের মাঝেই 'টাইগার জিন্দা হ্যায়' অভিনেত্রী ক্যাটরিনা কাইফ পোস্ট করলেন নতুন ছবি। আর অভিনেত্রীর নতুন ছবি দেখে বিয়ের জল্পনা আরও বেড়ে গেল।
মুম্বই: খুব শীঘ্রই মুক্তি পাবে অক্ষয় কুমার (Akshay Kumar), অজয় দেবগন (Ajay Devgn), রণবীর সিংহের (Ranveer Singh) নতুন ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। নতুন ছবি নিয়ে খুবই উত্তেজিত এই ছবির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তারই মাঝে ভিকি কৌশলের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে কান পাতলেই। 'উরি' অভিনেতার সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে বলিউডের আনাচে কানাচে নানা জল্পনা শোনা যায়। যদিও ক্যাটরিনা কাইফ কিংবা ভিকি কৌশল তাঁদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই রাজস্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বিয়ের গুঞ্জনের মাঝেই 'টাইগার জিন্দা হ্যায়' অভিনেত্রী ক্যাটরিনা কাইফ পোস্ট করলেন নতুন ছবি। আর অভিনেত্রীর নতুন ছবি দেখে বিয়ের জল্পনা আরও বেড়ে গেল।
সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রায়শই নিজের নানা ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন। আগামী বেশ কিছু ছবির কাজ নিয়েও খুবই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। পাশাপাসি 'বিগ বস সিজন ১৫'-র সেটে আগামী ছবি 'সূর্যবংশী'-র প্রোমোশনও করেন। এরইমাঝে হালকা নীল রঙের শাড়ি এবং তার সঙ্গে মানানসই জুয়েলারিতে অনুরাগীদের মন ভরিয়ে দিলেন ক্যাটরিনা কাইফ। নেট নাগরিকরা, অনুরাগীরা তো বটেই, বলিউডের একাধিক তারকা ক্যাটরিনা কাইফের নতুন ছবিতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনুরাগীরা এমন পোশাকে ক্যাটরিনাকে দেখে বিয়ের প্রস্তুতির নানা প্রশ্নের কমেন্টেও ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন - Tu Yaheen Hai: মুক্তি পেতেই ভাইরাল প্রয়াত সিদ্ধার্থ শুক্লর জন্য শেহনাজ গিলের মিউজিক ভিডিও 'তু ইয়েহি হ্যায়'
বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতা ভিকি কৌশলের বিয়ে চলতি বছরই ডিসেম্বরে হতে চলেছে। শোনা যাচ্ছে, আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে ধুমধামের সঙ্গে হতে চলেছে দুই তারকার বিয়ে। যদিও এই সমস্ত খবরই গুঞ্জনমাত্র। এখনও পর্যন্ত ক্যাটরিনা কাইফ কিংবা ভিকি কৌশলের পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে 'সূর্যবংশী'। পরিচালক রোহিত শেট্টির মাল্টিস্টারার 'সূর্যবংশী' ছাড়াও ক্যাটরিনা কাইফকে 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'জি লে জারা'-র মতো একাধিক ছবিতে দেখা যেতে চলেছে।