VicKat News: ভিকি কৌশলের নতুন ছবি পোস্ট, ক্যামেরার পিছনে স্ত্রী ক্যাটরিনা
VicKat News: ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল। এই হাই প্রোফাইল বিয়ে ও তার গোপনীয়তা বেশ সাড়া ফেলেছিল নেট দুনিয়ায় ও অনুরাগীদের মধ্যে।
মুম্বই: বলিউডের অত্যন্ত আদুরে 'লভবার্ডস' তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে নিজেদের একাধিক ব্যক্তিগত মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন তাঁরা। একজনের শ্যুটিংয়ে অন্যজনের হাজিরা থেকে লোড়ি পালন। বিয়ের গুঞ্জন থেকেই শিরোনামে রয়েছেন ভিকি-ক্যাট। এবারও নজর কাড়ল অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরি।
সোমবার, নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করলেন অভিনেতা। সেখানেই আদরের স্ত্রীর 'ফটোগ্রাফি স্কিল' দেখালেন তিনি। সাদা শার্ট, কালো স্যুট পরে একাধিক ক্যান্ডিড ছবি শেয়ার করেন তিনি। আর ছবিগুলো তুলে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, 'মুড শট বাই মিসেস' অর্থাৎ স্ত্রীয়ের তোলা বিভিন্ন মুডের ছবি।
প্রসঙ্গত, 'মাসান' অভিনেতা গতকাল গিয়েছিলেন 'হ্যালো হল অফ ফেম অ্যাওয়ার্ডস'-এ। সেখানে 'সর্দার উধম' ছবিতে অভিনয়ের জন্য 'পারফর্ম্যান্স অফ দ্য ইয়ার' পুরস্কার পেয়েছেন তিনি।
View this post on Instagram
অন্যদিকে, ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল। এই হাই প্রোফাইল বিয়ে ও তার গোপনীয়তা বেশ সাড়া ফেলেছিল নেট দুনিয়ায় ও অনুরাগীদের মধ্যে।