Vicky-Katrina Wedding: কোন কোন তারকা হাজির থাকবেন ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড রিসেপশনে?
গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ২০ ডিসেম্বর ইন্ডাস্ট্রির লোকেদের জন্য গ্র্যান্ড পার্টি দিতে চলেছেন তাঁরা।
![Vicky-Katrina Wedding: কোন কোন তারকা হাজির থাকবেন ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড রিসেপশনে? Katrina Kaif, Vicky Kaushal to Host Wedding Reception on Dec 20, All A-List Stars Invited: Report Vicky-Katrina Wedding: কোন কোন তারকা হাজির থাকবেন ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড রিসেপশনে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/d8388b55d1b36b1c70cbbce16e5046c3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্যই মলদ্বীপ থেকে মধুচন্দ্রিমা সেরে মুম্বইয়ে ফুরেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানে রাজকীয় বিয়ের পর এবং রিসেপশনের পালা। রাজস্তানের সোয়াই মাধোপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মী এবং বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তারকা জুটির বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকা। শোনা যায়, পরিচালক কবীর খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদীদের মতো তারকা হাজির ছিলেন। এছাড়াও সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণেই বেশি অতিথিকে বিয়েতে আমন্ত্রণ জানাননি ভিকি-ক্যাটরিনা। তাঁদের জন্যই এবার মুম্বইয়ে আয়োজিত হতে চলেছে গ্র্যান্ড রিসেপশন।
গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ২০ ডিসেম্বর ইন্ডাস্ট্রির লোকেদের জন্য গ্র্যান্ড পার্টি দিতে চলেছেন তাঁরা। ভিকি-ক্যাটরিনা নিজেদের ঘনিষ্ঠমহলে এমনটাই জানিয়েছেন বলে শোনা গিয়েছে। কিন্তু কেন ২০ ডিসেম্বরকেই রিসেপশনের জন্য বেছে নিলেন তাঁরা? শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের বাড়িতে খুবই ধুমধামের সঙ্গে পালন করা হয় বড়দিন। আর বিয়ের পর ভিকি কৌশলের সঙ্গে প্রথমবার বড়দিন উদযাপন করবেন তিনি। তাই তার আগেই রিসেপশন পার্টি সেরে ফেলতে চাইছেন দুই তারকা।
আরও পড়ুন - Gauri Khan: মাদক মামলায় ছেলের নাম জড়ানোর পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট গৌরী খানের
ভিকি-ক্যাটরিনার রিসেপশন পার্টিতে উপস্থিত তারকাদের তালিকায় রয়েছে চমক। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন, সলমন খান, আমির খান, শাহরুখ খান, রণবীর কপূরকে নাকি ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকছে বলিউডের প্রথম সারির অভিনেতাদের নামও। হৃত্বিক রোশন, কর্ণ জোহর, অক্ষয় কুমার, আলিয়া ভট্ট, অনুষ্কা শর্মা, অজয় দেবগন, ইশান খট্টর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মলহোত্র, অভিষেক বচ্চন, তাপসী পান্নুদের নাম রয়েছে সেই তালিকায়। যদিও ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফের পক্ষ থেকে এই খবর অফিশিয়ালি জানানো হয়নি। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের অবশ্যই কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে বলেও জানা গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)