Gauri Khan: মাদক মামলায় ছেলের নাম জড়ানোর পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট গৌরী খানের
বড় ছেলে আরিয়ান খানের (Aryan Khan) মাদক কাণ্ডে গ্রেফতারি থেকে জামিন, দীর্ঘ আইনি জটিলতার মধ্যেও প্রকাশ্যে একটিও বক্তব্য রাখেননি শাহরুখ খান কিংবা গৌরী খান। করেননি কোনও সোশ্যাল মিডিয়া পোস্টও।
![Gauri Khan: মাদক মামলায় ছেলের নাম জড়ানোর পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট গৌরী খানের Gauri Khan shares first Instagram post since Aryan Khan’s arrest in drug case Gauri Khan: মাদক মামলায় ছেলের নাম জড়ানোর পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট গৌরী খানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/4af6fd46c4426dcf235c3816a3d48173_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদক কাণ্ডে আটক এবং পরবর্তীকালে গ্রেফতার হন শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) হাতে গ্রেফতার হওয়ার পর থেকে প্রকাশ্যে কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি শাহরুখ খান কিংবা গৌরী খানকে। আরিয়য়ান খানের গ্রেফতারির পর জামিন নিয়ে চলে দীর্ঘ আইনি জটিলতা। নিম্ন আদালতে জামিনের আবেদন কিছুতেই মঞ্জুর না হওয়ায় আরিয়ানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন জানান। এবং আরিয়ানকে স্বস্তি দিয়ে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট।
আরও পড়ুন - Aryan Khan Case: আরিয়ান খানকে বড় স্বস্তি বম্বে হাইকোর্টের
বড় ছেলের মাদক কাণ্ডে গ্রেফতারি থেকে জামিন, দীর্ঘ আইনি জটিলতার মধ্যেও প্রকাশ্যে একটিও বক্তব্য রাখেননি শাহরুখ খান কিংবা গৌরী খান। করেননি কোনও সোশ্যাল মিডিয়া পোস্টও। অবশেষে গৌরী খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গৌরী খান একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দুই ফ্যাশন ডিজাইনার ফাল্গুনি এবং শেন পিককের সঙ্গে কোনও মিটিং করছেন তিনি। ভিডিওতে বোঝা যাচ্ছে, হায়দরাবাদে ফাল্গুনি এবং শেন পিকক তাঁদের নতুন স্টোর খুলতে চলেছেন। আর সেটিরই ইন্টিরিয়র ডিজাইন করবেন গৌরী।
গৌরী খানের পোস্ট করা ভিডিও দেখে নেট নাগরিকরা বলছেন, ফের কাজে ব্যস্ত হয়েছেন তিনি। এক নেট নাগরিক লেখেন, 'হাজার সমস্যার মধ্যেও নিজের কাজ করে যেতে হবে'। যদিও কমেন্টে তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি বহু নেট নাগরিক। দীর্ঘদিন পর শাহরুখ-পত্নীকে নিজের কাজে ফিরতে দেখে খুশি অনুরাগীরা। অন্যদিকে আরিয়ান খানের গ্রেফতারি থেকে জামিন দীর্ঘ আইনি জটিলতার কারণে নিজের সমস্ত ছবির শ্যুটিং বন্ধ রেখেছিলেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে অবশেষে তিনিও কাজে যোগ দিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)