এক্সপ্লোর
Katrina-Vicky Wedding Update : বেইজ রঙা স্যুটে ফুলেল ডিজাইন, ইন্টারনেটে ঝড় তুলছে ভিকির বিয়ের পোশাক
Katrina-Vicky wedding : নীল কভারে মুড়ে পোশাকটি এসে পৌঁছায়। তাতে জ্বলজ্বল করছিল ভিকির নাম। কেমন সেই পোশাক। তা দেখতে কার্যত ইন্টারনেট ভেঙে পড়েছে ।

Katrina-Vicky Wedding Update : বেইজ রঙা স্যুটে ফুলেল ডিজাইন, ইন্টারনেটে ঝড় তুলছে ভিকির বিয়ের পোশাক
মুম্বই : তাঁর বিয়েতে সারা দেশের বহু কন্যের হৃদয় ভাঙছে, কোনও সন্দেহ নেই। তবু 'উরি'-অভিনেতার বিয়ে ঘিরে অনুরাগীদের উত্তেজনার শেষ নেই। তিনি কী পরছেন, কোথায় থাকছেন বিয়ের দিন, কী উপহার দিচ্ছেন নববধূ ক্যাটরিনাকে (Katrina Kaif), সব প্রশ্নই সার্চ ইঞ্জিনে টাইপ হচ্ছে অহরহ। এরই মধ্যে আন্তর্জালে হইচই ফেলে দিয়েছে ভিকি কৌশলের বিয়ের ( 'KatVic' wedding ) পোশাক।
কী পরছেন ভিকি ? আইভরি ও বেইজ রঙা স্যুট পরবেন ভিকি (Vicky Kaushal)। তার উপর ফুলেল ডিজাইন। আছে সোনালি ও সাদার অপূর্ব মিশেলও। পোশাকটি ডিজাইন করেছেন কুণাল রাওয়াল (Kunal Rawal)। নীল কভারে মুড়ে পোশাকটি এসে পৌঁছায়। তাতে জ্বলজ্বল করছিল ভিকির নাম। ভিকি আর কুণালের বহু পুরনো সম্পর্ক। Lakme Fashion Week 2020 -তে কুণালের পোশাকেই মার্জার সরণি মাতিয়ে ছিলেন ভিকি।
আরও পড়ুন :
আজ ভিকি-ক্যাটরিনার সঙ্গীত। রাজকীয় এই বিয়ের জন্য সেজে উঠেছে রাজস্থানের সওয়াই মাধোপুরের চৌথ কা বাড়ওয়াড়ায় সিক্স সেন্সসেস ফোর্ট। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন ভিক-ক্যাটরিনা। বিয়ের দিনগুলিতে রানি পদ্মাবতীর স্যুইটে থাকবেন ক্যাটরিনা কাইফ আর রাজা মানসিংহের স্যুইটে থাকবেন ভিকি কৌশল। এই স্যুটের বৈশিষ্ট্যগুলি হল, প্রতি স্যুইটে দিন এবং রাতের খরচ ৭ লক্ষ টাকা। প্রতিটি স্যুইটে পরিষেবা দেওয়ার জন্য থাকবে ২জন বাটলার এবং ৫জন স্টুয়ার্ড। স্যুইটের ভিতরে রয়েছে একটি ব্যক্তিগত পুল। রয়েছে স্পা-এর ব্যবস্থাও। স্যুইটগুলিতে রাজা ও রানির ঐতিহাসিক সিংহাসনের অনুরূপ চেয়ার, সোফা, গদি এবং পর্দা লাগানো হয়েছে।
আরও পড়ুন :
বিয়ের জন্য বন্ধ মন্দির যাওয়ার রাস্তা, ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজস্থানের আইনজীবীর
আজ ভিকি-ক্যাটরিনার সঙ্গীত। রাজকীয় এই বিয়ের জন্য সেজে উঠেছে রাজস্থানের সওয়াই মাধোপুরের চৌথ কা বাড়ওয়াড়ায় সিক্স সেন্সসেস ফোর্ট। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন ভিক-ক্যাটরিনা। বিয়ের দিনগুলিতে রানি পদ্মাবতীর স্যুইটে থাকবেন ক্যাটরিনা কাইফ আর রাজা মানসিংহের স্যুইটে থাকবেন ভিকি কৌশল। এই স্যুটের বৈশিষ্ট্যগুলি হল, প্রতি স্যুইটে দিন এবং রাতের খরচ ৭ লক্ষ টাকা। প্রতিটি স্যুইটে পরিষেবা দেওয়ার জন্য থাকবে ২জন বাটলার এবং ৫জন স্টুয়ার্ড। স্যুইটের ভিতরে রয়েছে একটি ব্যক্তিগত পুল। রয়েছে স্পা-এর ব্যবস্থাও। স্যুইটগুলিতে রাজা ও রানির ঐতিহাসিক সিংহাসনের অনুরূপ চেয়ার, সোফা, গদি এবং পর্দা লাগানো হয়েছে।
ভিকি কৌশল এবং ক্যাটরিনার কঈফের বিয়ের আগে ছবি তোলা এড়াতে সরাসরি হেলিকপ্টার দিয়ে আকাশপথে অনুষ্ঠানস্থলে অবতরণ করবেন তারকা জুটি। প্রত্যেক আমন্ত্রিত অতিথিদের দিয়ে এনডিএ স্বাক্ষর করিয়ে নেওয়া হবে যাতে কোনও গোপন তথ্য প্রকাশ্যে না আসে। অনুষ্ঠানস্থলে অতিথিদের প্রবেশের জন্য থাকছে সিক্রেট কোড। বিবাহস্থলের আশেপাশে কোনও ড্রোন দেখা গেলে তা ততপরতার সঙ্গে নামিয়ে দেওয়া হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























