Kaushambi Chakraborty: মা বলেছিল, 'আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারলি না?' স্মৃতিমেদুর লেখা কৌশাম্বির
Kaushambi Chakraborty News: বিয়ের বছরেই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর মা। আর আজ তাঁর মায়ের জন্মদিন

কলকাতা: বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। আদৃতের সঙ্গে সুখের সংসার তাঁর। তবে সবসময়েই তিনি মিস করেন তাঁর মাকে। বিয়ের বছরেই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর মা। আর আজ তাঁর মায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি দিয়ে খোলা চিঠি লিখলেন কৌশাম্বি।
সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি দিয়ে কৌশাম্বি লিখেছেন, 'শুভ জন্মদিন মা। আগের বছর ও সকালে শ্যুটিংয়ে বেরিয়ে গিয়েছিলাম। রাত ১০টায় শুধু একটা কেক নিয়ে এসেছিলাম। তাও কি খুশি ছিলে তুমি। শুধু বলেছিলে, আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারলি না? বুঝতে পারিনি মা, এই জন্মদিনটা এরকম হবে। বিশ্বাস করো, কল্পনাও করতে পারিনি কখনও এরকম হতে পারে। হয়তো তোমায় জড়িয়ে ধরে আজকে জন্মদিনের শুভেচ্ছাটা জানাতে পারলাম না, কিন্তু আমি জানি মা, তুমি সবসময় আমার পাশেই রয়েছো। সব সময় দেখছো আর গাল ভরে হাসছো। তোমার অপদার্থ মেয়ে তোমায় সবচেয়ে বেশি ভালবাসে মা।'
তাঁর মায়ের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি দিয়ে একটি লম্বা পোস্ট করেছিলেন কৌশাম্বি। লিখেছিলেন, 'ও মা, কেন চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব মা এবার! কে বুঝবে মা তোমার মতো করে আমাকে? কার কাছে এত আবদার করব? গল্প বলব কার কাছে? কার সঙ্গে ঝগড়া করব? সবার জন্য় সব করেছো, নিজের কথা কখনও ভাবোনি। চাকরি থেকে অবসর নেওয়ার পরে তোমার কত পরিকল্পনা আছে, সব বলতে। টিউশন করাবে, আবৃত্তি শেখাবে, চুলে রং করাবে মাসে মাসে। কই কিছুই তো করালে না.. কাউকে একফোঁটাও সময় দিলে না মা। যেখানেই থেকো ভাল থেকো। যা যা ইচ্ছা সমস্ত পূরণ করো মা। আমরা সবাই তোমায় খুব মিস করব, তুমি সবসময় আছো আমাদের সঙ্গে। তোমায় ভালবাসি, তুমি সত্যিই লড়াকু।'
২০১৪ সালে কৌশাম্বির সাত পাকে বাঁধা পড়েছিলেন আদৃতের সঙ্গে। ধারাবাহিক 'মিঠাই'-এর সেট থেকেই তাঁদের প্রেম শুরু। দীর্ঘদিন ধরে চলেছিল তাঁদের এই প্রেমকাহিনী। এর আগে, অন্যদের সঙ্গে আদৃতের প্রেমের গুঞ্জন থাকলেও, অবশেষে আদৃত সাত পাকে বাঁধা পড়েন কৌশাম্বির সঙ্গে।
View this post on Instagram






















