Kaushik-Churni Anniversary: বিয়ের ৩০তম জন্মদিন, বিশেষ দিনের অদেখা ছবিতে শুভেচ্ছাবার্তা
Marriage Anniversary: উজান গঙ্গোপাধ্যায়ও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন। একটিতে মা-বাবার সঙ্গে পোজ দিয়েছেন ছেলে।
![Kaushik-Churni Anniversary: বিয়ের ৩০তম জন্মদিন, বিশেষ দিনের অদেখা ছবিতে শুভেচ্ছাবার্তা Kaushik Ganguly and churni ganguly celebrate their 30th anniversary in a special way Kaushik-Churni Anniversary: বিয়ের ৩০তম জন্মদিন, বিশেষ দিনের অদেখা ছবিতে শুভেচ্ছাবার্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/6e67d2e0a02e125f1e38dfaed061d0061673876366644229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ তাঁদের বিয়ের ৩০তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) আবেগঘন পোস্ট এবং সেই সঙ্গে অদেখা কিছু ছবিতে একে অপরকে জানালেন শুভেচ্ছা। তাঁরা টলিপাড়ার অন্যতম শ্রদ্ধার জুটি কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি শুভেচ্ছা জানালেন ছেলে উজানও (Ujaan)।
কৌশিক-চূর্ণীর ৩০ বছরের পথচলা
তাঁরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম দুই স্তম্ভ। একজনের পরিচালিত ছবিতে অভিনয় করার জন্য তাবড় তারকারাও থাকেন মুখিয়ে, সেই সঙ্গে তাঁর অভিনয়ও মন কাড়ে আট থেকে আশির। আর তাঁর সঙ্গিনীর পর্দায় একার উপস্থিতিই গোটা সিনেমাকে রসদ জোগাতে পারে। তাঁরা কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়।
দম্পতির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আসন্ন ছবির পোস্টের ভিড়ে আজ জায়গা করে নিল ত্রিশ বছর পুরনো কিছু ছবি। লাল বেনারসি, মাথায় মুকুট পরে কনে বেশে চূর্ণী। পাশে দাঁড়িয়ে কৌশিক। এই ছবির সঙ্গে এখনের একটি ছবিও পোস্ট করেছেন পরিচালক। একে অপরকে জড়িয়ে, একসঙ্গে চলেছেন সব এবড়ো খেবড়ো পথ। ক্যাপশনে লেখেন, 'যজ্ঞ থেকে যোগ্য হয়ে ওঠার ৩০ বছর পূর্ণ হল আজ। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই।' অন্যদিকে চূর্ণী গঙ্গোপাধ্যায় একটি ছবি পোস্ট করেছেন। সিঁদুরদানের ছবি। লিখেছেন, '৩০ বছর আগে, আজকের দিনে। আসন্ন অজানা জীবনের কাছে আত্মসমর্পণের মুহূর্ত। ও তখন স্কুল শিক্ষক এবং আমি তার ঠিক আগেরদিনই মাস্টার্স শেষ করেছি। এর সঙ্গে আসে নতুন বাড়ি, চলচ্চিত্রের জগতে একটি স্নায়বিক যাত্রা এবং উজান নামে এক মূল্যবান ছোট্ট জীবন।'
এদিন উজান গঙ্গোপাধ্যায়ও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন। একটিতে মা-বাবার সঙ্গে পোজ দিয়েছেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়ও। অপর ছবিতে শুধুই কৌশিক-উজান। 'আমরা আমরা। আমাদের অতএবের শুরু। শুভ ৩০তম বিবাহবার্ষিকী।' সেই সঙ্গে তিনি পোস্টে উল্লেখ করেন 'Album-এ নয়, মা বাবার বিয়ে চোখের সামনে প্রথমবার দেখার সুযোগ' পাওয়ার কথা। অর্থাৎ বিশেষভাবে পালিত হয়েছে আজকের দিনটা।
View this post on Instagram
আরও পড়ুন: Fruity From 'Son Pari': 'সোন পরী' ধারাবাহিকের ফ্রুটিকে মনে আছে? চিনতে পারছেন সাম্প্রতিক ছবিতে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)