Bagheera: পরবর্তী ছবি 'বাঘিরা' নিয়ে তৈরি 'কে জি এফ: চ্যাপ্টার ২' পরিচালক প্রশান্ত নীল
Bagheera Update: 'কে জি এফ: চ্যাপ্টার ২'-এর প্যান-ইন্ডিয়া সাফল্যের পর, 'হম্বল ফিল্মস' এমন প্রোজেক্ট তৈরির দিকে মনোনিবেশ করছে যা জাতীয় স্তরে মুক্তি পেতে পারে।

নয়াদিল্লি: এই বছরের অন্যতম সেরা ছবি 'কে জি এফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2) জনপ্রিয়তার দিক থেকেও, ব্যবসার দিক থেকেও। এরই মধ্যে ছবির প্রযোজনা সংস্থা 'হম্বল ফিল্মস' (Hombale Films) তাদের পরবর্তী ছবির ঘোষণা করল। ছবির নাম 'বাঘিরা' (Bagheera), তাদের পরবর্তী থ্রিলার ছবি। এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন প্রশান্ত নীল।
নতুন ছবির ঘোষণা
'কে জি এফ: চ্যাপ্টার ২' ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির মুহরৎ সেরে ফেললেন পরিচালক প্রশান্ত নীল। আসছে 'বাঘিরা'। ২০ মে বেঙ্গালুরুতে ছবির মুহরৎ হয়ে গেল। এই ছবিতে ফের প্রশান্ত নীলের পরিচালনায় কাজ করবেন শ্রী মুরলী।
View this post on Instagram
তবে এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন প্রশান্ত নীল স্বয়ং। পরিচালনার দায়িত্বে ডা. সুরি। শ্রী মুরলির জন্মদিন উপলক্ষ্যে ছবির প্রথম লুক পোস্টার প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। তবে ছবিতে আর কে কে অভিনয় করবেন সেই ব্যাপারে এখনও বিস্তারিত জানানো হয়নি।
View this post on Instagram
'কে জি এফ: চ্যাপ্টার ২'-এর প্যান-ইন্ডিয়া সাফল্যের পর, 'হম্বল ফিল্মস' এমন প্রোজেক্ট তৈরির দিকে মনোনিবেশ করছে যা জাতীয় স্তরে মুক্তি পেতে পারে। প্রভাস অভিনীত তাদের আসন্ন প্রযোজনা 'সালার'ও ৫টি ভাষায় মুক্তি পাবে।
'বাঘিরা' পরের বছর মুক্তি পাওয়ার কথা। কর্ণাটক ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং হবে। এছাড়া ছবির বেঙ্গালুরুর শহরতলিতে ও মাইসোরে শ্যুটিং হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
