Khushi Kapoor Corona: করোনা আক্রান্ত খুশি কপূর, 'নেগেটিভ' হলেন অর্জুন কপূর, অংশুলা কপূর
Khushi Kapoor Corona: রবিবার, জাহ্নবী নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন। যেখানে মুখে থার্মোমিটার নিয়ে অভিনেত্রীকে শুয়ে থাকতে দেখা যায়। এরপর ছিল তাঁর আঁকা ছবি, পোষ্যের ভিডিও।

নয়াদিল্লি: চলচ্চিত্র পরিচালক বনি কপূরের (Boney Kapoor) কনিষ্ঠ কন্যা খুশি কপূর (Khushi Kapoor) করোনা আক্রান্ত। বোনের সঙ্গে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কপূরও (Janhvi Kapoor)। রয়েছেন বাবা বনি কপূরও। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহ্নবী কপূর জানান গত ৩ জানুয়ারি তাঁরা দুই বোনই করোনা আক্রান্ত হন। আজ তাঁদের হোম আইসোলেশন পর্ব শেষ ও করোনা নেগেটিভ হয়েছেন।

রবিবার, জাহ্নবী নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন। যেখানে মুখে থার্মোমিটার নিয়ে অভিনেত্রীকে শুয়ে থাকতে দেখা যায়। এরপর ছিল তাঁর আঁকা ছবি, পোষ্যের ভিডিও ও সবশেষে বোন খুশি কপূরের সঙ্গে খুনসুটির ছবি।
View this post on Instagram
এদিকে, অর্জুন কপূর (Arjun Kapoor) এবং অংশুলা কপূর এখন করোনা মুক্ত। অর্জুন ও অংশুলা দুই জনের ২৯ ডিসেম্বর করোনা পজিটিভ হন। একই দিনে করোনা আক্রান্ত হন অর্জুনের বোন রিয়া কপূর ও তাঁর স্বামী কর্ণ বুলানিও। ইনস্টাগ্রামে পোস্ট করে রিয়া লেখেন, 'আলাদা রয়েছি এবং সমস্ত ওষুধ ও সতর্কতা গ্রহণ করছি'। এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কর্ণ ও রিয়াও আপাতত করোনা নেগেটিভ।
আরও পড়ুন: Lata Mangeshkar Hospitalised: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি ICU-তে
কাজের ক্ষেত্রে অর্জুন কপূরকে শেষ দেখা গিয়েছিল সেফ আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ ও ইয়ামি গৌতমের সঙ্গে 'ভূত পুলিশ' ছবিতে। ২০২১ সালের শুরুতে 'সন্দীপ অউর পিঙ্কি ফেরার' ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে পরিণীতি চোপড়ার সঙ্গে। তাঁকে এরপর দিশা পটানি, তারা সুতারিয়া ও জন আব্রাহামের সঙ্গে 'এক ভিলেন' ছবিতে দেখা যাবে।






















