(Source: ECI/ABP News/ABP Majha)
Lata Mangeshkar Hospitalised: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি ICU-তে
Lata Mangeshkar Hospitalised: কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Legendary singer Lata Mangeshkar) করোনা আক্রান্ত। অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে।
নয়াদিল্লি: গানের জগতেও করোনার হানা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Legendary singer Lata Mangeshkar) করোনা আক্রান্ত। অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউ-তে (ICU) ভর্তি করানো হয়েছে। উপসর্গ সামান্য রয়েছে। সংবাদ সংস্থা এএনআই (ANI) এই খবর জানিয়েছেন তাঁর বোনঝি রচনা।
করোনা রিপোর্ট পজিটিভ (Corona Positive) আসার পর মুম্বইয়েরই (Mumbai) এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৯২ বছর বয়সী গায়িকাকে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে আপাতত চিকিৎসা চলছে গায়িকার।
এবিপি নিউজ সূত্রে জানা গেছে, কিংবদন্তি গায়িকাকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কোভিডের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তাঁর অবস্থা গুরুতর বলে জানা যায়। প্রসঙ্গত, লতা মঙ্গেশকরকে ২০১৯ সালের নভেম্বরে শ্বাসকষ্টের সমস্যা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন: Sussanne Khan Corona: করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
অন্যদিকে বলিউডে একের পর এক করোনার থাবা পড়ছে। একে একে আক্রান্ত হচ্ছেন নবীন প্রবীণ অজস্র শিল্পী। করোনা কোপে স্থগিত হয়েছে একাধিক ছবির মুক্তিও। করোনা আক্রান্ত হচ্ছেন টলিউড ও বাংলা সাহিত্য জগতের বহু নামী তারকাও। আজই করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদা গিয়েছিলেন। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর সর্দি, কাশি, দুর্বলতা দেখা দেয়।
বিশেষজ্ঞদের মতে, করোনার তৃতীয় ঢেউ চলছে বিশ্বজুড়ে। প্রত্যেক দিনই হুড়মুড়িয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সকলকে তাই বারবার সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।