Shahrukh Salman Together: একসঙ্গে দুই খান, কোন ছবির শ্যুটিং শুরু করলেন শাহরুখ-সলমন?
সূত্রের খবর, শ্যুটিংয়ে ফিরেই শাহরুখ খানকে (Shahrukh Khan) দেখা গেল সলমন খানের ছবির সেটে। শোনা যাচ্ছে, নতুন ছবি 'পাঠান'-এর (Pathan) শ্যুটিংয়ের জন্য জন্য দীপিকা পাড়ুকোনের সঙ্গে উড়ে যাবেন বিদেশে।
মুম্বই: আরিয়ান খানের (Aryan Khan) মাদক কাণ্ডে গ্রেফতারির পর থেকে সমস্ত ছবির শ্যুটিং স্থগিত রেখেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। গত ২০১৮তে মুক্তি পেয়েছিলে তাঁর ছবি 'জিরো' (Zero)। বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি শাহরুখ খানের সেই ছবি। আর ''জিরো''-র ব্যর্থতার পর বড় পর্দায় দেখা যায়নি বাদশাকে। সদ্যই 'পাঠান' (Pathan) ছবি দিয়ে বলিউডে কামব্যাক করার কথা ছিল তাঁর। তেমনটাই শুরু করেছিলেন শ্যুটিংও। বিপরীতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কিন্তু আচমকাই গত অক্টোবরের একেবারে শুরুতে ছন্দপতন। মাদক কাণ্ডে গ্রেফতার হলেন আরিয়ান খান। দীর্ঘদিন ধরে চলল আইনি জটিলতা। সেসব সামলাতে ছবির কাজ থেকে বিরতি নিয়েছিলেন শাহরুখ। অবশেষে শ্যুটিংয়ে ফিরেছেন। মুখে হাসি ফুটেছে বাদশার অনুরাগীদেরও। তবে এবার শাহরুখ খান ও সলমন খান (Salman Khan), দুই খানের অনুরাগীদের জন্যই সুখবর। দুই তারকাকে দেখা যেতে চলেছে একসঙ্গে।
আরও পড়ুন - Oindrila Sen: অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলার ছেলেকে দেখেছেন?
সূত্রের খবর, শ্যুটিংয়ে ফিরেই শাহরুখ খানকে দেখা গেল সলমন খানের ছবির সেটে। শোনা যাচ্ছে, নতুন ছবি 'পাঠান'-এর শ্যুটিংয়ের জন্য জন্য দীপিকা পাড়ুকোনের সঙ্গে উড়ে যাবেন বিদেশে। তার আগে ভাইজানের ছবি 'টাইগার থ্রি'-এর শ্যুটিং শুরু করলেন তিনি। প্রসঙ্গত, সলমন খানের আগামী ছবি 'টাইগার থ্রি'তে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিতে তাঁকে দেখা যাবে একজন র-এর অফিসারের চরিত্রে। সম্প্রতি এক সর্বভারতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে যে, 'পাঠান' ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশে উড়ে যাওয়ার আগে মুম্বইতে 'টাইগার থ্রি' ছবির ১২ দিনের শিডিউল রয়েছে তাঁর। আন্ধেরির যশরাজ স্টুডিওতে 'টাইগার থ্রি' (Tiger 3) ছবির শ্যুটিং শুরু করলেন কিং খান। এই ছবির মাধ্যমে ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দুই খান।
বিভিন্ন সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর শাহরুখ খানকে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য মুম্বইতে দেখা যায়। আরিয়ান খানের গ্রেফতারি ও জামিনের পর প্রথমবার প্রকাশ্যে দেখা যায় কিং খানকে। কালো টি শার্ট, চোখে সানগ্লাস ও বেঁধে রাখা লম্বা চুলে দেখা দেন বাদশা। শাহরুখ খানের বিভিন্ন ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, মুম্বইয়ে শ্যুটিং শেষ করেই দীপিকা পাড়ুকোন ও 'পাঠান'-এর টিমের সঙ্গে স্পেনের উদ্দেশে উড়ে যাবেন শাহরুখ খান। সেখানেই শোনা যাচ্ছে 'পাঠান' ছবির গানের দৃশ্যের শ্যুটিং হবে। যা স্থগিত হয়ে গিয়েছিল আরিয়ান খানের গ্রেফতারির কারণে।