Oindrila Sen: অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলার ছেলেকে দেখেছেন?
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলের ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা (Oindrila Sen)। ছেলের নাম রেখেছেন 'তুলো'। ছবি দেখেই মা-ছেলের মিষ্টি সম্পর্কে কথা বুঝতে পারছেন অনুরাগীরা।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বাংলা ছবি এবং ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর নানা ছবি ও ভিডিও শেয়ার করেন। কখনও সেখানে থাকে অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সঙ্গে নানা ছবি ও ভিডিও, কখনও শরীরচর্চার। তবে, অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে যেটা সবথেকে নজর কাড়বে, তা অবশ্যই সারমেয়দের সঙ্গে সময় কাটানোর ছবি। তবে, এবার তিনি নিজের ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ছবি দিয়ে।
আরও পড়ুন - Sara Ali Khan Update: কোথায় 'চকা চক' গানের প্র্যাকটিস করতেন? সারার উত্তরে অবাক কর্ণ
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলের ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ছেলের নাম রেখেছেন 'তুলো'। ছবি দেখেই মা-ছেলের মিষ্টি সম্পর্কে কথা বুঝতে পারছেন অনুরাগীরা। আর ঐন্দ্রিলা সেনের 'ছেলে'র যথার্থ নামই তুলো। তুলোর মতোই মিষ্টি এবং তুলতুলে এক সারমের ছবি এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেত্রী। একই ছবি শেয়ার করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। এদিন তিনিও বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে তুলোর ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, 'আমাদের পরিবারের নতুন সদস্য। বাবলা, লিও, আলির পর এবার তুলো। আমাদের পরিবারে স্বাগত।' অভিনেত্রীর এমন ছবি দেখে খুশি অনুরাগীরাও। তার সঙ্গে অন্যান্য অভিনেতা অভিনেত্রী লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ঐন্দ্রিলার আদরের ছেলেকে।
প্রসঙ্গত, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বান্ধবী ঐন্দ্রিলার দুটি ছবি শেয়ার করেছেন অঙ্কুশ হাজরা। একটি ছবিতে নীল সালোয়ারে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। অন্যটিতে জিনসের সঙ্গে লাল কুর্তি ও গলায় সাদা কালো ওড়নায় সেজেছেন অভিনেত্রী। এই দুটি ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন, ''ম্যাজিক' থেকে 'লভ ম্যারেজ', কী অসাধারণ বদল। তোমার জন্য গর্ববোধ করি। এখনও অনেক পথ যেতে হবে। এভাবেই এগিয়ে চলো।' এর সঙ্গে ক্যাপশনে মোটিভেশন, হার্ডওয়ার্ক, ডেডিকেশনও জুড়ে দিয়েছেন 'হরিপদ ব্যান্ডওয়ালা' তারকা।