Andre Russell Bollywood Debut: আইপিএলের মাঝপথেই বলিউড অভিষেক কেকেআর তারকা আন্দ্রে রাসেলের
Andre Russell: আন্দ্রে রাসেল ২০১৪ সালে 'দ্রে রাস' নামে শিল্পী হিসাবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন।
মুম্বই: ২২ গজে তাঁর পারফরম্যান্সে মেতে উঠেন আট থেকে আশি সকলে। আইপিএলের সর্বকালের সেরা ক্রিকেটারদের নিয়ে আলোচনা হলে একবারে শীর্ষে যাঁদের নাম আসবে, তাঁদের মধ্যে আন্দ্রে রাসেল (Andre Russell) অন্যতম। তবে এবার ক্রিকেটের মাঠ নয়, দর্শকদের মনোরঞ্জনে নতুন ভূমিকায় হাজির কেকেআর (KKR)। আইপিএলের (IPL 2024) মাঝপথেই নিজের বলিউড অভিষেক ঘটিয়ে ফেললেন 'দ্রে রাস'।
সম্প্রতি 'লড়কি তু কামাল কী' নামক এক বলিউড গানে নিজের অভিষেক ঘটিয়েছেন রাসেল। দুই মিনিট ৫৮ সেকেন্ডের মিউজিক ভিডিওতে রাসেলকে আভিকা গৌরের পাশে দেখা গিয়েছে। পলাশ মুচ্ছল এই গানটি লিখেছেন, গেয়েছেন, পরিচালনাও করেছেন। রাসেলকে এই ভিডিওতে অভিনয় করার পাশাপাশি গাইতেই শোনা গিয়েছে। রাসেলের বলিউড অভিষেকের এই ভিডিওটি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাঘুরি করছে।
প্রসঙ্গত, রাসেল কিন্তু প্রথম নন, এর আগে আরেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেলকেও বলিউডের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। এমিওয়ে বান্টাইয়ের 'জামাইকা টু ইন্ডিয়া' নামক গানে 'ইউনিভার্স বস' ছিলেন। তাঁর দেখানো পথেই এগোলেন রাসেল। তবে এর আগেও একাধিক মিউজিক ভিডিওতে রাসেলকে দেখা গিয়েছে। তিনি ২০১৪ সালে 'দ্রে রাস' নামে শিল্পী হিসাবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন। নভেম্বরে তাঁর দুইটি সিঙ্গেলসও প্রকাশিত হয়। বেনি মানের সঙ্গে একটি ভিডিওতে রাসেলকে মিলিতভাবে কাজ করতে দেখা যায়।
মাঠের বাইরের যেমন গান, নাচে দর্শকদের মন জিতছেন তিনি, তেমন মাঠেই কিন্তু নিজের পারফরম্যান্সে নজর কাড়ছেন রাসেল। চলতি আইপিএলে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দুরন্ত ফর্মে রয়েছে। আইপিএলের লিগ তালিকায় আপাতত একে কেকেআর। দলের এই সাফল্যের অন্যতম প্রধান কারণ রাসেলের ছন্দে থাকা। তিনি ১১ ম্যাচে ১৮৬.৭৯ স্ট্রাইক রেটে ১৯৮ রান করার পাশাপাশি বল হাতে ১৩টি উইকেটও নিয়ে ফেলেছেন। কেকেআরের এক দশকের আইপিএল ট্রফি জয়ের খরা কাটানোর জন্য কিন্তু রাসেলের ফর্মে থাকাটা যে কতটা জরুরি, তা কিন্তু আলাদা করে বল দেওয়ার প্রয়োজন নেই। তিনি নিজের ফর্ম ধরে রাখতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: হার্দিক পাণ্ড্যর নেতৃত্ব দেওয়ার ধরন নিয়ে ক্ষিপ্ত মুম্বই ইন্ডিয়ান্সের সিনিয়াররা!