Rahul Athiya Wedding: কোথায় বিয়ে? কারা আমন্ত্রিত? একঝলকে রাহুল-আথিয়ার বিয়ের সমস্ত তথ্য
KL Rahul-Athiya Shetty Wedding: বিয়ের প্রস্তুতি শেষ। এবং ইতিমধ্যেই বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে সামনে এল বেশ কিছু তথ্য।
মুম্বই: কোনও অফিশিয়ালি ঘোষণা এখনও করা হয়নি ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) কে এল রাহুল (KL Rahul) এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির (Athiya Shetty) পক্ষ থেকে। কিন্তু সূত্রের খবর, ২৩ জানুয়ারির মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। সুনীল শেট্টির (Suniel Shetty) খান্ডালার ফার্মহাউজ জাহানে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দুই তারকা। বিয়ের প্রস্তুতি শেষ। এবং ইতিমধ্যেই বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। অথচ, দুই তারকার পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে মুখে কার্যত কুলুপ আঁটা হয়েছে। এরই মধ্যে সামনে এল বেশ কিছু তথ্য। যেখানে জানা যাচ্ছে, কে এল রাহুল এবং আথিয়া শেট্টির বিয়েতে কারা আমন্ত্রিত রয়েছেন থেকে সমস্ত তথ্য।
রাহুল - আথিয়ার বিয়ের সমস্ত তথ্য-
সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি তাঁর বিয়েতে সেলিব্রিটি আর্টিস্ট আমি পটেলের ডিজাইন করা পোশাক পরবেন। অন্যদিকে কে এল রাহুল তাঁর বিয়েতে পরবেন ডিজাইনার রাহুল বিজয়ের পোশাক। সূত্রের খবর, এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও খবর পাওয়া না গেলেও বিয়ের পর বিলাসবহুল একটি রিসেপশন পার্টিও আয়োজন করা হয়েছে। ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে রাহুল - আথিয়ার বিয়ের অনুষ্ঠান। ২৩ জানুয়ারির মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। দুই তারকার পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন সেখানে। বিয়ের জন্য এবং অতিথিদের জন্য বিলাসবহুল একটি স্থান বুক করা হয়েছে। তারকাদের মধ্যে বিয়েতে উপস্থিত থাকতে পারেন সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার, এম এস ধোনি, বিরাট কোহলি। ১০০র কাছাকাছি অতিথি হাজির থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে বেশ কিছু নিয়মও। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অবশ্যই তাঁদের ফোন বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন - Sukesh Chandrashekhar: 'নোরা সবসময় জ্যাকলিনের নামে খারাপ কথা বলে আমার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করত'
প্রসঙ্গত, বিয়ে মিটতেই কে এল রাহুল এবং আথিয়া শেট্টি উভয়েরই একাধিক কাজের শিডিউল রয়েছে। শোনা যাচ্ছে, সেই কারণেই চলতি বছর আইপিএলের পরই হবে রাহুল ও আথিয়ার বিয়ের রিসেপশন পার্টি। তাঁদের হনিমুনও কিছুটা দেরিতেই হবে বলে খবর। মেয়ের বিয়ে নিয়ে আগে মন্তব্য করলেও বর্তমানে সুনীল শেট্টিকেও কোনও বক্তব্য রাখতে শোনা যায়নি।