Sukesh Chandrashekhar: 'নোরা সবসময় জ্যাকলিনের নামে খারাপ কথা বলে আমার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করত'
Bollywood Celebrity Updates: মামলায় অহেতুকভাবে তাঁর নাম টানার অভিযোগ তুলে জ্যাকলিনের নামে মানহানির মামলা করেছেন নোরা। আর এবার এই ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত সুকেশ।
মুম্বই: ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে বলিউডের দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং নোরা ফতেহির (Nora Fatehi)। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) কাছ থেকে দামী দামী উপহার পাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বর্তমানে সংঘাত শুরু হয়ে গিয়েছে জ্যাকলিন এবং নোরার মধ্যে। এই মামলায় অহেতুকভাবে তাঁর নাম টানার অভিযোগ তুলে জ্যাকলিনের নামে মানহানির মামলা করেছেন নোরা। আর এবার এই ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত সুকেশ।
জ্যাকলিন - নোরা দ্বন্দ্ব প্রসঙ্গে সুকেশ চন্দ্রশেখর-
জানা গিয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে একটি চিঠিতে ব্যক্তিগত নানা তথ্য প্রকাশ করেছেন সুকেশ চন্দ্রশেখর। দিল্লির জেলে বন্দি রয়েছেন তিনি। তাঁর আইনজীবী সেই চিঠি প্রকাশ্যে এনেছেন। যেখানে সুকেশ দাবি করেছেন যে, নোরা সবসময়ই জ্যাকলিনকে হিংসে করত। শুধু তাই নয়, জ্যাকলিনের নামে নানা কথা বলে তাঁকে বিরক্ত করত।
সুকেশ চন্দ্রশেখর তাঁর চিঠিতে লিখছেন, 'আমি নিশ্চিত যে, সংবাদ মাধ্যমে আমার এই বিবৃতি পড়ার পর তাঁদের কী ধারণা হবে। তারপরও আমি আমার কিছু কথা বলতে চাই। কারণ, এখানে একজন লোক দেখানো সাক্ষী অভিনেত্রী রয়েছে, যে আইনের তদন্তে মিথ্যে কথা বলছে এবং সম্মানহানি করার চেষ্টা করছে।'
আরও পড়ুন - Rituparna Sengupta: 'আমার নতুন ছবি বাপি লাহিড়ির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে'
সেই চিঠিতেই সুকেশ চন্দ্রশেখর পরিস্কার করে জানাচ্ছেন যে, জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে নোরা ফতেহি যে কথাগুলি বলেছেন, তা সাজানো। শক্তির অপব্যবহার করে এবং মিথ্যে দিয়ে জ্যাকলিনের মানহানি করার চেষ্টা করছেন নোরা। ইডির সামনেও একাধিক মিথ্যে কথা বলছেন তিনি। প্রসঙ্গত, সুকেশের ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলার অন্যতম সাক্ষী হিসেবে ধরা হচ্ছে নোরা ফতেহিকে। সেখানেই তিনি উল্লেখ করেছেন যে, নোরা চাইতেন, জ্যাকলিনের সঙ্গে যেন তাঁর বিচ্ছেদ হয়ে যায়। বারবার তাঁকে ফোন করতেন, অথচ তিনি ফোন তুলতেন না। সুকেশ বলছেন, 'যদি আমি ফোন না তুলতাম, তাহলে নোরা বারবার আমাকে ফোন করতেই থাকত আর জ্যাকলিনের নামে খারাপ কথা বলত।'
প্রসঙ্গত, সদ্যই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন নোরা ফতেহি। সুকেশ চন্দ্রশেখরের মামলায় তাঁর নাম অহেতুকভাবে জড়িয়ে তাঁর সম্মানহানি ঘটানোর জন্য তাঁর নামে মামলা করেছেন বলে জানা গিয়েছে।