Mothers' Day: আথিয়ার প্রথম মাদার্স ডে, স্ত্রীয়ের জন্য কলম ধরলেন কে এল রাহুল
Kl Rahul on Athiya Shetty: কেএল রাহুল তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে তাঁর মা, শাশুড়ি এবং স্ত্রী আথিয়া শেঠিকে মাদার্স ডের শুভেচ্ছা জানিয়েছেন

কলকাতা: আজ 'মাদার্স ডে' (Mothers Day)। মায়েদের দিন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, সোশ্যাল মিডিয়ায় তাঁদের মায়ের জন্য পোস্ট করেছেন, জানিয়েছেন মা তাঁদের কত কাছের। বলিউড ও ক্রিকেট মহলও এ ব্যাপারে কারও থেকে পিছিয়ে নেই। কিছু তারকা তাঁদের সন্তানদের মা অর্থাৎ তাঁদের স্ত্রীদেরও মাদার্স ডে শুভেচ্ছা জানাচ্ছেন। বিরাট কোহলি (Virat Kohli) এবং সিদ্ধার্থ মালহোত্রর (Siddharth Malhotra) পর এবার কেএল রাহুলও (K L Rahul) আথিয়া শেঠিকে (Athiya Shetty) প্রথম মাদার্স ডে- র শুভেচ্ছা জানিয়েছেন।
কেএল রাহুল তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে তাঁর মা, শাশুড়ি এবং স্ত্রী আথিয়া শেঠিকে মাদার্স ডের শুভেচ্ছা জানিয়েছেন। আথিয়া, মানা শেঠি এবং তাঁর মায়ের একটি ছবি শেয়ার করে ক্রিকেটার লিখেছেন- 'যারা সবকিছু করে তাদের ধন্যবাদ। প্রতিটি ঘরের হৃদয়কে মাদার্স ডে শুভেচ্ছা।'

আথিয়ার জন্য মাদার্স ডে-র বিশেষ বার্তা
ক্রিকেটার পরের স্টোরিতে আথিয়া শেঠির তাঁর মেয়ে ইভারার সঙ্গে একটি ভারি সুন্দর ছবি শেয়ার করেছেন। ছবিতে আথিয়া ইভারাকে বুকে জড়িয়ে ধরে আছেন। এই ছবির সঙ্গে কেএল রাহুল সুন্দর ক্যাপশন লিখেছেন- 'এত শক্তি, নম্রতা এবং ধৈর্য্যের সঙ্গে মাতৃত্ব পালন করতে দেখে আমি তোমাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি। প্রথম মাদার্স ডে শুভেচ্ছা প্রিয়তমা। ইভারা খুব ভাগ্যবান যে তুমি ওর কাছে আছো।'

'মাদার্স ডে'-তে কী পোস্ট করেছিলেন আথিয়া?
এর আগে অথিয়া শেঠিও তাঁর মা মানা শেঠিকে মাদার্স ডে শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি একটি ইন্সটা স্টোরিতে তাঁর মাকে ট্যাগ করে লিখেছিলেন- 'আমি আমার মাকে বারবার আমার জীবনে মা হিসেবে বেছে নেব। তিনি আশীর্বাদ। আমার পৃথিবীকে মাদার্স ডে শুভেচ্ছা।' পরের স্টোরিতে অভিনেত্রী তাঁর মা ও শাশুড়ির সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন।


অন্যদিকে, এদিন বিরাট কোহলিও (Virat Kohli) এই বিশেষ দিনে নিজের মা, স্ত্রী অনুষ্কা শর্মার পাশাপাশি অনুষ্কার মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানান এবং সকলকেই কৃতজ্ঞতা জানান। সকলকে কৃতজ্ঞতা জানিয়য়ে কোহলি লেখেন, 'বিশ্বের সমস্ত মাকে মাতৃদিবসের শুভেচ্ছা। আমি একজনের ছেলে হয়ে জন্মেছি, একজন আমাকে গ্রহণ করেছেন এবং একজনকে আমাদের সন্তানদের শক্তিশালী, স্নেহময়ী মা হয়ে উঠতে দেখেছি। আমরা আপনাদের প্রতিদিন আরও বেশি বেশি করে ভালবাসছি।'
সোশ্যাল মিডিয়ায় রাহুল ও আথিয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।






















