Koel Mallick: এবার পরিবেশরক্ষার বার্তা দেবে মিতিন, অদেখা ছবি শেয়ার করলেন কোয়েল
World Environment Day: আজ বিশ্ব পরিবেশ দিবসে কোয়েল শেয়ার করে নিয়েছেন মিতিন মাসির সেট থেকে না দেখা ছবি। সাদা শর্ট আর নীল ডেনিমে 'মিতিন'-এর লুকেই রয়েছেন কোয়েল

কলকাতা: বিশ্ব পরিবেশ দিবসে 'মিতিন মাসি' (Mitin Mashi)-র সেট থেকে অদেখা ছবি শেয়ার করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। সদ্য অরিন্দম শীলের (Arindam Sil)-এর নতুন ছবি 'জঙ্গলে মিতিন' (Jongole Mitin)-এর শ্যুটিং শেষ করেছেন কোয়েল। বার বার নায়িকা বলেছেন, এই ছবি কেবল রহস্য নয়, দেবে পরিবেশকে বাঁচানোর বার্তাও।
আজ বিশ্ব পরিবেশ দিবসে কোয়েল শেয়ার করে নিয়েছেন মিতিন মাসির সেট থেকে না দেখা ছবি। সাদা শর্ট আর নীল ডেনিমে 'মিতিন'-এর লুকেই রয়েছেন কোয়েল। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের জন্য 'জঙ্গলে মিতিন'-এর অদেখা কিছু ছবি। বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবে এই ছবি।
সদ্যই, সোশ্যাল মিডিয়ায় মিতিন মাসির শ্যুটিংয়ের আরও একটি ঝলক শেয়ার করেছিলেন কোয়েল। 'মিতিন মাসি' (Mitin Mashi)-র শ্যুটিংয়ের ফাঁকে সিংভূমের মহাদেবের গুহামন্দিরে ঝটিকা সফর অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick)। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেয়ার করে নিলেন সেই ছবি।
এর আগে, ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন কোয়েল। শ্যুটিংয়ের কথা লিখতে গিয়ে অভিনেত্রী লিখেছিলেন, 'আবার মিতিন মাসির ভূমিকায় অভিনয় করতে পেরে ভীষণ ভাল লাগছে। সারান্ডার জঙ্গলে, ৪৭ ডিগ্রি তাপমাত্রায় আমরা কার্যত পুড়ে গিয়ে শ্যুটিং করেছি। এবার মিতিনের সফর যেমন রোমাঞ্চে মোড়া, তেমন আবেগপ্রবণও। বন্যপ্রাণরক্ষার যে বার্তা এই ছবি দেবে, তা কেমন একটি রোমাঞ্চ বা রহস্যের ছবি নয়, ছুঁয়ে যাবে সাধারণ মানুষের মনও। অপেক্ষা করছি কবে মানুষ ছবিটা দেখবেন।'
এর আগে শবর ও ব্যোমকেশের মতো গোয়েন্দা গল্প দর্শকদের উপহার দিয়েছেন অরিন্দম। তাঁর পরিচালিত মিতিনও বেশ মনে ধরেছিল দর্শকদের।পুজোয় ফের অরিন্দম শীলের হাত ধরে বড়পর্দায় ফিরছে মিতিন মাসি। সুচিত্রা ভট্টাচার্য্যের 'সারান্ডায় শয়তান' গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। অন্যদিকে মুক্তি পাবে বীরসা দাশগুপ্ত পরিচালিত দেবের ‘ব্যোমকেশ’।
View this post on Instagram






















