Koel Mallick: ত্রিনয়ন, অলঙ্কারে দেবীর সাজ, মহালয়ার সকালে ছোটপর্দায় দুর্গার ভূমিকায় কোয়েল
Durga Puja 2023: লাল বেনারসি, গা ভরা সোনার গহনা, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা মেঘের মতো চুলে দিব্য মানিয়েছে তাঁকে। তবে রুদ্র নয়, এই মূর্তি সৌম্য।
![Koel Mallick: ত্রিনয়ন, অলঙ্কারে দেবীর সাজ, মহালয়ার সকালে ছোটপর্দায় দুর্গার ভূমিকায় কোয়েল Koel Mallick: Koel Mallick will play the role of Devi Durga in Star Jalsa, See her first Look Koel Mallick: ত্রিনয়ন, অলঙ্কারে দেবীর সাজ, মহালয়ার সকালে ছোটপর্দায় দুর্গার ভূমিকায় কোয়েল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/0661984ebbf1858077735c261262aef7169407978873449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফের একবার মহিষাসুরমর্দিনীর (Mahalaya) বেশে দেখা যাবে কোয়েল মল্লিক (Koel Mallick)-কে। মহালয়ার ভোরে ছোটপর্দায় মা দুর্গার বেশে ফের দর্শকদের মুগ্ধ করবেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। আজ চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে এসেছে নায়িকার লুক। এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সুরিন্দর ফিল্মস। (Durga Puja 2023)
এর আগে, ২০২১ সালে পর্দায় দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েলকে। মা হওয়ার পরে সেই বছর প্রথম এই ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েলকে। এই নিয়ে দ্বিতীয়বার ছোটপর্দায় মহিষাসুরমর্দিনীর বেশে দেখা যাবে কোয়েলকে। আজ প্রকাশ্যে এসেছে তাঁক লুক। লাল বেনারসি, গা ভরা সোনার গহনা, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা মেঘের মতো চুলে দিব্য মানিয়েছে তাঁকে। তবে রুদ্র নয়, এই মূর্তি সৌম্য।
মল্লিকবাড়ির দুর্গাপুজো কলকাতার মধ্যে বিখ্যাত। ছোট থেকেই বাড়ির পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকেন কোয়েল। কেমন করে কাটত কোয়েলের ছোটবেলার দিনগুলো। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'ঘুম ভাঙত স্তোস্ত্রপাঠের আওয়াজে। বাবা আগের দিন রাত থেকে রেডিওতে চ্যানেল ঠিক করে রাখতেন। তারপর আমায় ঘুম থেকে ডাকা। এর একটা জিনিস খুব মনে পড়ে। আমাদের মল্লিকবাড়িতে তো পুজো হয়। মহালয়ার দিন দেবীর ত্রিনয়ন আঁকা হয়। যত বড় হয়েছি, ওই তৃতীয় নয়নের মানে বুঝতে শিখেছি। ছোটবেলায় দুর্গাপুজো বলতে এত গভীরতা ছিল না। তখন বুঝতাম পুজো মানেই পড়াশোনার ছুটি। মায়ের কাছে প্রার্থনা করব আর সেগুলো সব সত্যি হবে। বয়স বদলেছে, কিন্তু আমার এই বিশ্বাসটা অবিচল রয়ে গিয়েছে।'
এর আগেও দূর্গার বেশে শ্যুটিং করেছেন কোয়েল। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভকে কোয়েল বলেছিলেন, 'প্রতি বছরই ভোরে উঠে চ্যানেলে মহালয়া দেখা আমাদের সবার অভ্যাস। তবে নিজে মা দুর্গার ভূমিকায় অভিনয় করা সবসময়ই বিশেষ। প্রতিবারই যখন এই চরিত্রে অভিনয় করি, মনে হয় নারীশক্তির আদর্শকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পালন করছি। ভিতর থেকে একটা অদ্ভুত শক্তি পাই অভিনয়ের সময়।’
১৪ অক্টোবর, ভোর ৫টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই অনুষ্ঠান, যার নাম 'যা দেবী সর্বভূতেষু'।
View this post on Instagram
আরও পড়ুন: Jawan Twitter Review: 'গায়ে কাঁটা দেওয়া' ছবি, 'জওয়ান'-এর প্রশংসায় ভরল সোশ্যাল মিডিয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)