Koffee With Karan 7: 'কফি উইথ কর্ণ'-এ নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন সিদ্ধার্থ-কিয়ারা?
Sidharth-Kiara Relationship: বলিউডের এই সময়ের সবচেয়ে আলোচিত জুটি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। বড়পর্দায় বিক্রম বাত্রা ও ডিম্পলের রসায়ন থেকে শুরু করে তাঁদের অফস্ক্রিন রসায়ন, সবই চর্চায় থাকে।
মুম্বই: অবশেষে কি তবে 'কফি উইথ করণ'-এর (Koffee With Karan) সেটে জল্পনার অবসান হবে? সত্যিই কি সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) প্রেমের সম্পর্কে রয়েছেন? তেমনই কি আভাস মিলল? রইল বিস্তারিত তথ্য।
'কফি উইথ করণ' সিজন ৭-এ সিদ্ধার্থের স্বীকারোক্তি?
বলিউডের এই সময়ের সবচেয়ে আলোচিত জুটি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। বড়পর্দায় বিক্রম বাত্রা ও ডিম্পলের রসায়ন থেকে শুরু করে অফস্ক্রিন তাঁদের রসায়ন, সর্বক্ষণই চর্চায় থাকে। তবে তাঁদের দুইজনের কেউই সম্পর্কের ব্যাপারে কখনও মুখ খোলেননি।
প্রসঙ্গত, 'কফি উইথ করণ সিজন ৭'-এর সাম্প্রতিক পর্বে হাজির হবেন দুই তারকা, ভিকি কৌশল (Vicky Kaushal) ও সিদ্ধার্থ মলহোত্র। অনুষ্ঠানের ধারা বজায় রেখে কাজের প্রসঙ্গ ছাড়াও একাধিক ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হয় তাঁদের। তবে এই পর্বে কিয়ারার সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করা হলে তা অস্বীকার করেননি সিদ্ধার্থ। কর্ণ জোহর (Karan Johar) এমনকী কিয়ারার একটি ক্লিপিংও দেখান, যেখানে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়েছে। তবে কিয়ারা সম্পর্কের কথা মেনে নিচ্ছেন কি না তা বোঝা যায়নি।
সিদ্ধার্থকে প্রশ্ন করার সময়ে কর্ণ সোজাসুজি বলেন যে তিনি তো কিয়ারাকে ডেট করছেন, এবং সেই কথা অস্বীকার না করেই কথা বলতে থাকেন সিদ্ধার্থ। অভিনেতা বলেন, 'আমি আজ তা প্রকাশ করছি'। এরপর কর্ণ বলেন, 'যে তুমি কিয়ারাকে বিয়ে করছ?' এরপর সিদ্ধার্থ বলেন, 'আমি আরও উজ্জ্বল ভবিষ্যতের কথা বলছি,' তার সঙ্গে অভিনেতা বলেন, 'যদি সেটা ও হয় তাহলে দুর্দান্ত হবে, দেখা যাক।'
এরপর, কর্ণ সিদ্ধার্থকে শাহিদ কপূর এবং কিয়ারা আডবাণীর আসন্ন পর্বের একটি ভিডিও দেখান। কর্ণ বলেন, "আমরা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু আগে দেখা করেছি এবং আমাদের কিছু জিনিস তাঁকে জিজ্ঞাসা করার ছিল এবং তারও কিছু বলার ছিল।" ভিডিওতে কিয়ারাকে বলতে শোনা যায়, 'কবীর সিং' ছবির থেকে তাঁর সম্পর্ক আলাদা। সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তাঁর সম্পর্ক অস্বীকার বা স্বীকার কোনওটাই করেননি। 'আমরা অবশ্যই ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর চেয়েও বেশি,' কিয়ারা বলেন। কোন সিনেমা তাঁর বর্তমান জীবনকে সংজ্ঞায়িত করে, প্রশ্নের উত্তরে বলেন 'শেরশাহ'। ভিডিওতে, কর্ণ ও শহিদ বলেন যে তাঁরা কিয়ারার বিয়েতে 'ডোলা রে ডোলা' গানে পারফর্ম করবেন।