Koffee With Karan: 'ও অন্তাভা'-র তালে সামান্থার সঙ্গে আল্লু অর্জুনের জায়গায় অক্ষয় কুমার!
Koffee With Karan Upcoming Episode: সম্প্রতি পোস্ট হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে 'পুষ্পা দ্য রাইজ'-খ্যাত সামান্থা আর অক্ষয় কুমার নাচছেন 'ও অন্তাভা' গানের তালে।
মুম্বই : 'পুষ্পা দ্য রাইজ'-এর (Pushpa The Rise) গান। তাতে নাচছেন সামান্থা প্রভু (Samantha)। কিন্তু, এবার আর উল্টোদিকে নেই আল্লু অর্জুন (Allu Arjun)। বরং, তাঁর জায়গায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আসলে, প্রত্যেকটা বৃহস্পতিবার আসা মানেই এখন 'কফি উইথ করণ'-শোয়ে (Koffee With Karan) কে-কে আসছেন, সেটা জানার আগ্রহ বিনোদনপ্রিয় মাননুষের কাছে এখন সবথেকে বেশি। এবারের সিজনে কর্ণ জোহরের (Karan Johar) প্রথম অতিথি ছিলেন আলিয়া ভট্ট এবং রণবীর সিংহ। আর এই জনপ্রিয় শো-তে গত সপ্তাহের অতিথি ছিলেন বলিউডের দুই সুন্দরী সারা আলি খান এবং জাহ্নবী কপূর। এই সপ্তাহে 'কফি উইথ করণ'-এর দুই অতিথি হলেন সামান্থা প্রভু এবং অক্ষয় কুমার। বৃহস্পতিবারের শোয়ের একটি টিজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কর্ণ জোহরের সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে। সেখানে দেখা যাচ্ছে 'পুষ্পা দ্য রাইজ'-খ্যাত সামান্থা আর অক্ষয় কুমার নাচছেন 'ও অন্তাভা' গানের তালে।
'ও অন্তাভা' গানে মাতালেন সামান্থা-অক্ষয়-
কর্ণ জোহরের সংস্থা ধর্মা প্রোডাকশনসের পক্ষ থেকে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে সামান্থা এবং 'সূর্যবংশী' অভিনেতা অক্ষয় কুমার 'পুষ্পা দ্য রাইজ' ছবির 'ও অন্তাভা' গানের তালে শরীর দোলাচ্ছেন। সামান্থাকে দেখা যাচ্ছে টকটকে লাল রঙের টপ পরে রয়েছেন তিনি। সঙ্গে গাঢ় গোলাপি রঙের মানানসই প্যান্ট রয়েছে তাঁর পরনে। উল্টোদিকে সাদা শার্টের উপরে নীল রঙা স্যুট পরেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। দুজনকে ঘনিষ্ঠ নাচের দৃশ্যে ঠিক কতটা মানিয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর নিচের কমেন্টেই বোঝা যাচ্ছে। দুজনের অনুরাগীরাই ভাল-ভাল কমেন্টে বন্যা বইয়ে দিয়েছেন।
আরও পড়ুন - Ameesha Patel: আইনি জটিলতায় আমিশা পটেল, সমন পাঠাল আদালত
প্রসঙ্গত, কর্ণ জোহরের এই শো-তে শুধুমাত্র এই একটি গানের সঙ্গেই অক্ষয় কুমার এবং সামান্থাকে নাচতে দেখা যাবে না। কারণ, এর আগে কর্ণ জোহর একটি ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে অক্ষয় কুমারকে দেখা গিয়েছে, তাঁর ট্রেডমার্ক নাচের কায়দায় সামান্থাকে হাত ধরে পুতুলের কায়দায় ঘুরিয়ে দিতে। এই বৃহস্পতিবারের অর্থাৎ, ২১ জুলাইয়ের এপিসোডে সামান্থাকে ব্যক্তিগত প্রশ্নও করতে দেখা যাবে কর্ণ জোহরকে। সেখানে তিনি 'পুষ্পা দ্য রাইজ'খ্যাত সামান্থাকে তাঁর ডিভোর্স নিয়েও প্রশ্ন করবেন। সব মিলিয়ে ২১ জুলাইয়ের 'কফি উইথ করণ'-এর এপিসোড জমজমাট হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী এপিসোডগুলোতেও কর্ণের অতিথি তালিকায় থাকতে চলেছেন জনপ্রিয় সেলেবরা।