(Source: ECI/ABP News/ABP Majha)
Koffee With Karan Season 7: কবে থেকে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ'? জানিয়ে দিলেন কর্ণ জোহর
Koffee With Karan Season 7 Teaser: কবে থেকে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ সিজন ৭' তা জানিয়ে দিলেন টিজারের মাধ্যমে।
মুম্বই: জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-কে (Koffee With Karan) ঘিরে উত্তেজনার অভাবে নেই দর্শকদের মধ্যে। বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে এই চ্যাট শো সংক্রান্ত খবর। প্রথমে শোনা গিয়েছিল বন্ধ হয়ে যেতে চলেছে 'কফি উইথ করণ'। যদিও এর পরদিনই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে কর্ণ জোহর (Karan Johar) সুখবরটা দেন। জানিয়ে দেন, টেলিভিশনে আর দেখা যাবে না 'কফি উইথ করণ'। বরং এই চ্যাট শো এবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। আর আজ এই শোয়ের সপ্তম সিজনের টিজার পোস্ট করে জানিয়ে দিলেন কবে থেকে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ সিজন ৭' (Koffee With Karan Season 7)।
'কফি উইথ করণ সিজন ৭' কবে থেকে দেখা যাবে?
এদিন বলিউড পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি তাঁর জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজন সংক্রান্ত। ভিডিওটি আসলে একটি টিজার। কবে থেকে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ সিজন ৭' তা জানিয়ে দিলেন এই টিজারের মাধ্যমে। টিজারে দেখা যাচ্ছে বলিউডের একাধিক তারকাকে। শাহরুখ খান, করিনা কপূর খান, প্রিয়ঙ্কা চোপড়া থেকে ঐশ্বর্য রাই বচ্চন কিংবা রণবীর কপূর। আবার সারা আলি খান, আলিয়া ভট্ট কিংবা নতুন প্রজন্মের তারকাদেরও দেখা যাচ্ছে টিজারে। মূলত তাঁর চ্যাট শো-তে আগে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের সকলকে নিয়ে তৈরি হয়েছে এই টিজার। ভিডিও পোস্ট করে কর্ণ জোহর জানিয়ে দিলেন যে, আগামী ৭ জুলাই থেকে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ সিজন ৭'।
আরও পড়ুন - Father's Day 2022: আলিয়া নাকি পূজা, ফাদার্স ডে-তে মহেশ ভট্টকে কে মনে রাখলেন?
প্রসঙ্গত, এর আগে একটি তালিকা প্রকাশিত হয়েছিল নেট মাধ্যমে। যেখানে জানা গিয়েছিল, 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনে অতিথি হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী ছবির একাধিক তারকাকে। তা প্রভাস থেকে রশ্মিকা মন্দান্না কিংবা রাম চরণ অথবা এনটিআর জুনিয়র। সামান্থা প্রভুকেও দেখা যেতে পারে এই শো-তে। পাশাপাশি শোনা গিয়েছিল, নতুন সিজনে প্রথম অতিথি হিসেবে দেখা যেতে পারে আলিয়া ভট্ট এবং রণবীর সিংহকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।