Koi... Mil Gaya: ভারি মাস্ক পরে কঠিন অভিনয়, আড়ালেই রয়ে গেলেন 'কোই মিল গ্যায়া' যাদু
Jaadu from Koi... Mil Gaya: এই চরিত্রে অভিনয় করার জন্য ইন্দ্রবদন জে পুরোহিতকে একটি ভারি কস্টিউম পরতে হয়েছিল। মুখে পড়তে হয়েছিল একটি ভারি মাস্ক।

কলকাতা: সিনেমা মানেই তো কেবল নায়ক আর নায়িকা নন, সেই তালিকায় থাকেন অনেক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অনেক ধরণের কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা। সেট তৈরি থেকে শুরু করে রূপটান শিল্পী, সকলেই রয়ে যান আড়ালেই। তবে কোনও কোনও সিনেমার ক্ষেত্রে এমন হয় যে, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও আড়ালেই রয়ে যান এমন অভিনেতা? কিছু কিছু ছবির ক্ষেত্রে এমন ঘটনা ঘটে বৈকি। আর তার মধ্যেই একটি ছবি হল, 'কোই মিল গ্যায়া' (Koi Mil Gaya)। এই ছবিতে যাদু-র চরিত্রটায় কোনও পুতুল নয়, অভিনয় করেছিলেন একজন মানুষই। কে তিনি? তাঁর পরিচয় জানেন না অনেকেই।
ঋত্বিক রোশন (Hrithik Roshan) ও প্রীতি জিন্টা (Preeti Zinta) অভিনীত 'কোই মিল গ্যায়া' মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল 'যাদু'-র। তার চরিত্র নিয়েই আবর্তিত হয়েছিল ছবির গল্প। এই চরিত্রে অভিনয় করেছিলেন, ইন্দ্রবদন জে পুরোহিত (Indravadan J. Purohit)। এই ব্যক্তির উচ্চতা ছিল মাত্র ৩ ফুট। তাঁর উচ্চতার জন্যই তাঁকে যাদুর চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল। তাঁর অভিনীত সেই চরিত্র সবার মনে থেকে গেলেও, চরিত্রের আড়ালে থাকা ইন্দ্রবদন জে পুরোহিত-কে চেনেন না অনেকেই। গোটা ছবিতে প্রীতি জিন্টা ও ঋত্বিক রোশনের সমপরিমাণ অভিনয়ই ছিল তাঁর। যথেষ্ট কঠিন ছিল তাঁর সেই অভিনয় করা।
এই চরিত্রে অভিনয় করার জন্য ইন্দ্রবদন জে পুরোহিতকে একটি ভারি কস্টিউম পরতে হয়েছিল। মুখে পড়তে হয়েছিল একটি ভারি মাস্ক। সেই মাস্ক পরে তাঁর নিঃশ্বাস নিতেও কষ্ট হত। সেই মাস্ক পরেই দীর্ঘক্ষণ অভিনয় করতে হয়েছে ইন্দ্রবদন জে পুরোহিতকে। তাঁর অভিব্যক্তি দেখা না গেলেও, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করতে হয়েছিল তাঁকে। কঠিন ছিল তাঁর কথা বলাটাও। কিন্তু তাঁর অভিনয় সবার মনে থেকে গিয়েছে।
তবে কেবল এই 'কোই মিল গ্যায়া' ছবিটিই নয়, এছাড়াও, 'তারাক মেহতা কা উল্টা চশমা', 'দ্য লর্ড অফ দ্য় রিঙ্কস' -এ দেখা গিয়েছে এই অভিনেতাকে। তবে তিনি সেখানে মুখোশ পরে ছিলেন না অবশ্যই। তবে এই অভিনেতাই যে 'কোই মিল গ্যায়া'-তে অভিনয় করেছেন, সেই তথ্য এখনও জানেন না অনেকেই।
আরও পড়ুন: Khakee: The Bengal Chapter: চমক প্রসেনজিৎ-জিৎ-এর, প্রকাশ্যে 'খাকি-বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রথম ঝলক






















