![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kolkata 96: রাহুলের প্রথম পরিচালনায় জুটি বাঁধছেন ঋত্বিক-সোহিনী
Film Kolkata 96: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ছবির লোগো প্রকাশ করেছিলেন রাহুল ও ছবির প্রযোজক রানা সরকার। সেই পোস্টার লোগোতে পরিস্কার, ক্রিকেটের গল্প বলবে এই ছবি।
![Kolkata 96: রাহুলের প্রথম পরিচালনায় জুটি বাঁধছেন ঋত্বিক-সোহিনী Kolkata 96: Ritwick Chakraborty and Sohini Sarkar is going to make pair in Kolkata 96 directed by Rahul Arunoday Banerjee Kolkata 96: রাহুলের প্রথম পরিচালনায় জুটি বাঁধছেন ঋত্বিক-সোহিনী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/77c51ace7831c31d23de5d5e7d200bfc1657567338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) নতুন ছবির নায়ক নায়িকা কি ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও সোহিনী সরকার (Sohini Sarkar)? নতুন ছবি 'কলকাতা ৯৬' -এর চিত্রনাট্য পড়ার ছবি শেয়ার করে নিলেন নতুন পরিচালক রাহুল।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অবশ্য ঋত্বিক ধোঁয়াশা বজায় রাখলেন। দর্শকদের কাছে প্রশ্ন রাখলেন, 'আমার পরের ছবি কলকাতা-96। আমাদের চার জনের মধ্যে কে পরিচালক জানেন?' তবে রাহুল যে নতুন ছবি পরিচালনা করছেন, সেই কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর রাহুলের ছবিতে প্রথমবার অভিনয় করছেন ছেলে সহজ (Sohoj)।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ছবির লোগো প্রকাশ করেছিলেন রাহুল ও ছবির প্রযোজক রানা সরকার। সেই পোস্টার লোগোতে পরিস্কার, ক্রিকেটের গল্প বলবে এই ছবি। পোস্টার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছিলেন, 'দাদার ৫০ তম জন্মদিনে,আজ আমাদের সিনেমার লোগো প্রকাশ করছি আমরা। অনেকেই জিজ্ঞেস করছেন, কলকাতা ৯৬ কেন?উত্তর আপনাদের সামনে।' পোস্টারের একদিকে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুটি ছবি। একটি ছবিতে ব্যাট হাতে সৌরভ। দুটি ছবিই ক্রিকেট মাঠের।
আরও পড়ুন: Top Entertainment News Today: লীনাকে তলব দিল্লির আদালতের, শাহরুখের প্রতিবেশী রণবীর, বিনোদনের সারাদিন
এই ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar)। তিনিও এদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media শেয়ার করে নেন ছবির পোস্টার। ১৯৯৬-এ লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় সেঞ্চুরীর কথাই মনে করিয়ে দেবে এই ছবি। সালের উল্লেখ করতেই ছবির নামে রাখা হয়েছে ৯৬ সংখ্যাটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)