Swastika on Anubrata: 'অনুব্রত ভালো আছো ?' টুইট স্বস্তিকার
Swastika Tweet on Anubrata: রাজ্যে এই মুহূর্তে গরুপাচায় মামলায় সিবিআই-র হাতে ধৃত অনুব্রত। আর এহেন মুহূর্তেই 'অনুব্রত'-কে নিয়ে টুইট স্বস্তিকার। কী লিখলেন তিনি ?
কলকাতা: রাজ্যে এই মুহূর্তে গরুপাচায় মামলায় সিবিআই-র (CBI) হাতে ধৃত অনুব্রত (Anubrata Manadal) রোজকার শিরোনামে। রয়েছেন এই মুহূর্তে জেলে। তাঁকে নিয়ে খবরের অন্ত নেই। আর এহেন মুহূর্তেই 'অনুব্রত'-কে নিয়ে টুইট স্বস্তিকার (Swastika Mukherjee)।
'অনুব্রত'-কে নিয়ে টুইট স্বস্তিকার, কী লিখলেন তিনি ?
আজ্ঞে না, আপনি যা ভাবছেন, তা ঠিক নয়। ইনি, গরুপাচার মামলায় গ্রেফতার হওয়া বীরভূমের অনুব্রত মণ্ডল নন। তবে কার কথা বলে সোশ্যালে পোস্ট স্বস্তিকার। স্বস্তিকা নিজের পুরোনো ছবি, 'অনুব্রত ভালো আছো ?' নিয়ে টুইটে পোস্ট করেছেন। পার্থ সেন পরিচালিত এই ছবি অভিনয় করেছিলেন স্বস্তিকার পাশাপাশি মূল ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন দেবলীনা দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের। মূলত শনিবার থেকে ছবিটি দেখা যাচ্ছে হইচই ওয়েব প্ল্যাটফর্মে। তবে কারও যাতে কোনও সংশয় তৈরি না হয়, তাই স্বস্তিকা স্পষ্ট জানিয়েছেন, যে অনুব্রত ভাবছেন, এ সে নয়। হইচইতে দেখুন। অপেক্ষায় ছিলাম কবে ওটিটি তে আসবে । আর আপনারা দেখতে পাবেন। ঋত্বিক চক্রবর্তী-র সঙ্গে করা এটি আমার অন্যতম কাজ। অপরদিকে, এই মুহূর্তে ক্রিমিনাল জাসটিস সিজন -২ পূরব কোহলি-র সঙ্গে অভিনয় করছেন। বাংলা ছবিতে যতটা সাবলীল তাঁকে দেখতে পাওয়া যায়, ততই দক্ষতা নিয়ে ওয়েব সিরিজের ফ্রেমে তিনি ধরা দিয়েছেন।
যে অনুব্রত ভাবছেন এ সে নয়।@hoichoitv তে দেখুন
— Swastika Mukherjee (@swastika24) September 3, 2022
আজ থেকে।
অপেক্ষায় ছিলাম কবে OTT তে আসবে আর আপনারা দেখতে পাবেন।
One of my most cherished works with #ritwickchakraborty ❤️🙏🏼 pic.twitter.com/wFhE9EbT07
রাজ্যে গরুপাচায় মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার হয়ে এই মুহূর্তে জেলে অনুব্রত
প্রসঙ্গত, রাজ্যের একাধিক মামলার মধ্যে এই মুহূর্তে শিরোনামে গরুপাচার মামলা। আর সেই মামলায় গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন অনুব্রত মণ্ডল। যা নিয়ে তোলপাড় গোটা বাংলা। বীরভূমের বোলপুরে একের পর এক তার সম্পত্তি, রাইস মিল ঘিরে প্রশ্ন তুলেছে সিবিআই। সিবিআই হানায় উঠে এসেছে, রাইস মিলে লোকানো সারিসারি বিলাসবহুল গাড়ি। এমনকি অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধেও। একাধিক সম্পত্তিতে তিনি মালাকানা দিয়ে রেখেছেন তিনি তার মেয়েকেই। সেতরফেও তলব করতে বাকি রাখেনি সিবিআই। চলছে এখনও তদন্ত। অনুব্রত ঘনিষ্ঠরা রয়েছেন সিবিআই স্ক্যানারেই।