Kothamrito: বড়পর্দায় মুখোমুখি অপরাজিতা-কৌশিক, বলছেন নির্বাক দাম্পত্যের গল্প
Kothamrito: এই গল্প সনাতন আর সুলেখার । তাঁরা স্বামী-স্ত্রী। পর্দায় সনাতনের ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে । আর অপরাজিতা আঢ্য রয়েছেন সুলেখার ভূমিকায়

কলকাতা: বড়পর্দায় মুখোমুখি কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য। নতুন ছবি নিয়ে ১৭ বছর পরে প্রযোজনায় ফিরছে জালাল প্রযোজনা সংস্থা। ছবির নাম 'কথামৃত' (Kathamirito)।
সনাতন-সুলেখার গল্প
এই গল্প সনাতন (Sanatan) আর সুলেখার (Sulekha)। তাঁরা স্বামী-স্ত্রী। পর্দায় সনাতনের ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Kaushik Ganguly)। আর অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) রয়েছেন সুলেখার ভূমিকায়। সনাতনের চরিত্র কথা বলতে পারে না। কিন্তু পাড়ার মধ্যে আদর্শ জুটি তাঁরা। স্বামী-স্ত্রী আর একমাত্র সন্তান রিককে নিয়ে সুখের সংসার তাঁদের। কথা বলতে না পারলেও সনাতনকে মানুষ ভালোবাসেন। সে কথা বলতে না পারলেও মানুষকে নিজের মনের ভাব বুঝিয়ে দিতে পারে। কখনও বা সে সাহায্য নেয় একটা পকেট ডায়েরির। সেই ডায়েরির নাম সে রেখেছে কথামৃত। কথা না বলতে পারলেও পাড়ার প্রেসিডেন্ট (President) এই সনাতন।
এই জুটিকে কেউ হিংসা করে না, বরং ভালোইবাসে। এই ছবিতে আরও একটি জুটি আছে। বাবুন আর অনন্যা। বারবার এই জুটির মধ্যে ভুল বোঝাবুঝি হয় কেবলমাত্র একে অপরের কথাকে না বোঝার জন্য। শুধুই কী কথা মিটিয়ে দিতে দিতে পারে সমস্ত ভুল বোঝাবুঝি? নাকি কথা না বলা দুটো মানুষের মধ্যেও অসম্ভব ভালো বোঝাপড়া থাকতে পারে? কেবল কথা নয়, ভাবনার আদানপ্রদানেই বলে বুঝে ফেলা যায় সবটা? দুই জুটির দুই গল্প নিয়েই তৈরি হয়েছে 'কথামৃত' (Kothamrito)। পর্দায় বাবুনের চরিত্রকে ফুটিয়ে তুলবেন বিশ্বনাথ বসু (Biswanath Basu)।
এই ছবির চিত্রনাট্য লিখেছেন জিৎ দত্ত। ছবির সুরের দায়িত্বে রয়েছেন অমিত ঈশান, প্রসেন আর রণজয় ভট্টাচার্য্য। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন মথুরা পালিত। আগামী ২৩ এপ্রিল থেকে শ্যুটিং শুরু হচ্ছে এই নতুন ছবির। ২০২২ সালে অর্থাৎ চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
